বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

দাবি মেনে নিচ্ছে বিটিআরসি

কিস্তির স্মার্টফোনে সব সিম স্লট লকের সুযোগ পাবে অপারেটর

টেকস্ক্রল

প্রকাশ: ১৫:২৪, ৩ নভেম্বর ২০২৫

কিস্তির স্মার্টফোনে সব সিম স্লট লকের সুযোগ পাবে অপারেটর

কিস্তির স্মার্টফোনে সব সিম স্লট লকের সুযোগ পাবে অপারেটর

বিটিআরসি এখন সিম স্লট লক করে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ দেয় অপারেটরদের। ২০২৩ সালে এই সুযোগ উন্মুক্ত করা হয়েছিলো। তবে সব স্লট নয়, একটি স্লট লক করতে পারে অপারেটরগুলো। সব স্লট লকের সুবিধা দেয়ার জন্য দাবি উঠে শুরু থেকেই। কারণ এমন সুবিধা ছাড়া, স্মার্টফোন কিস্তিতে বিক্রিতে খুব একটা আগ্রহী নয় অপারেটররা। এতে কোম্পানিকে সুবিধা দেয়া হলেও, গ্রাহকরা এর সুবাতাস তেমন একটা পায়নি।

 নতুন সেট কেনার আগে করণীয়, পুরনো সেট নিবন্ধন ও হস্তান্তরের উপায়

এ অবস্থার পরিবর্তনে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। গেল অক্টোবরের শেষ দিকে, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা শিগগির বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুসারে, একটি স্মার্টফোনে সিমের সব স্লট লক করতে পারবে অপারেটর। শুধু নিজেদের সিম ব্যবহারের অনুমতি দিতে পারবে। এক্ষেত্রে, দেশে প্রচলিত বিভিন্ন প্যাকেজ অফার করতে পারবে নির্দিষ্ট কোম্পানি। তবে এই লক আজীবনের জন্য হবে না। নির্দিষ্ট সময় পর খুলে যাবে লক। এবং সেই সময়ের মধ্যে গ্রাহককে সব কিস্তি পরিশোধ করতে হবে।

 প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে

এখানে একটু ফাঁক থেকে যাচ্ছে। যদি কোনো গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে কি হবে? এমন পরিস্থিতি অনেকভাবেই হতে পারে। তাই স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন বাজার বিশ্লেষকেরা।

বাংলাদেশের স্মার্ট টেকনোলজি নামে মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি, ডিভাইস লকিংয়ের মাধ্যমে স্মার্টফোন বিক্রি করে। এক্ষেত্রে তারা, নাইজেরিয়ার আর্থিক সেবাদাতা পামপ-এর সঙ্গে যুক্ত হয়েছে। বিটিআরসিকে স্মার্ট টেকনোলজি জানিয়েছে, ডিভাইস লকিংয়ের মাধ্যমে কিস্তিতে বিক্রি শুরু করায়,  আগের চেয়ে ফোন বিক্রি বেড়েছে অনেকটা। এই তথ্য, বিটিআরসিকে নতুন সিদ্ধান্ত নিতে অনেকটা সহায়তা করে বলেও জানা গেছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন