ইউটিউব কনটেন্টে এড আসা স্বাভাবিক। কনটেন্ট সাজেশনেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিষয় চলে আসতে পারে। সেটি যদি শিশুদের ক্ষেত্রে ঘটে, তাহলে বিষয়টি বাবা মায়ের জন্য চিন্তারই বটে। শিশুরা বয়স লুকিয়ে একাউন্ট খুললে, এই চিন্তা আরও বাড়ে। একইভাবে গুগলের অন্যান্য সেবার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।