শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

এআই থেকে আরও খবর

ডেটা সম্পর্কিত অপরাধ জামিনযোগ্য!

ডেটা সম্পর্কিত অপরাধ জামিনযোগ্য!

প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে চেয়ারম্যান করে একটি নীতি-নির্ধারণী বোর্ড গঠনের বিধান রেখে পাস হওয়া এই অধ্যাদেশের অধীনে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠিত হবে। এটি হবে, স্বাধীন ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে পাঁচ সদস্যের বাছাই ও পর্যালোচনা কমিটি গঠন করার বাধ্যবাধকতা থাকবে। আন্তঃপরিচালন নিশ্চিতকরণে ‘বাংলাদেশ জাতীয় উপাত্ত ও আন্তঃপরিচালন স্থাপত্য এবং জাতীয় দায়িত্বশীল উপাত্ত বিনিময় প্ল্যাটফর্মের নকশা, প্রতিষ্ঠা, প্রস্তুত, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের বিধানওে যুক্ত করা হয়েছে।

ডেটা থেকেই নিরাপদ ও প্রাসঙ্গিক এআই অ্যাপ

ডেটা থেকেই নিরাপদ ও প্রাসঙ্গিক এআই অ্যাপ

এনথ্রোপিক, গুগল, পারপ্লেক্সিটি, রাইটার, ড্রপবক্স, নোশন, কগনিশন ল্যাবস, ভারসেল এবং কার্সরের মতো শীর্ষ কোম্পানিগুলো এরই মধ্যে স্ল্যাক ব্যবহার করে এআই অ্যাপ ও এজেন্ট তৈরি করা শুরু করেছে। এই অ্যাপগুলো স্ল্যাক মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে এবং প্রতিদিনের কাজে সহজেই ব্যবহার করা সম্ভব। শুধু তাই নয়, এগুলো বিচ্ছিন্ন সিস্টেমগুলোকে একত্রিত করে এবং বারবার অ্যাপ বদলের ফলে সময়ের যে অপচয় হয় তা কমিয়ে আনে। বিশ্বজুড়ে ২ লাখের বেশি এসএএএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে এবং গড়ে প্রতিটি সংস্থায় ১ হাজারের বেশি এসএএএস অ্যাপ ব্যবহৃত হয়। এর ফলে প্রায় ৪০ শতাংশ উৎপাদনশীলতা কমে আসে এবং ক্রয়কৃত এসএএএস লাইসেন্সের অর্ধেকই অব্যবহৃত থাকে। স্ল্যাকের লক্ষ্য প্রতিষ্ঠানগুলোর আইটি বাজেটের মাত্র ২ শতাংশ ব্যবহার করে বাকি ৯৮ শতাংশ বিনিয়োগের সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করা।