শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

আগ্রহ হারাচ্ছে ব্যবহারকারীরা

কমে যাচ্ছে চ্যাটজিপিটি অ্যাপের ডাউনলোড ও ব্যবহার

টেকস্ক্রল

প্রকাশ: ১১:৪৬, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:১৫, ২২ অক্টোবর ২০২৫

কমে যাচ্ছে চ্যাটজিপিটি অ্যাপের ডাউনলোড ও ব্যবহার

কমে যাচ্ছে চ্যাটজিপিটি অ্যাপের ডাউনলোড ও ব্যবহার

আগ্রহ হারাচ্ছে ব্যবহারকারীরা

গত এপ্রিলের পর মোবাইলে চ্যাটজিপিটি অ্যাপের ডাউনলোড ও ব্যবহারের গতি খুব একটা বাড়েনি। এতে ধারণা করা হচ্ছে চ্যাটজিপিটি অ্যাপের ব্যবহার আপাতত চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। মোবাইল অ্যাপ বিশ্লেষণ ও তথ্য সরবরাহকারী সংস্থা অ্যাপটোপিয়া এ নিয়ে নতুন বিশ্লেষণ প্রকাশ করেছে।

অ্যাপটোপিয়া অনুমান করছে, প্রায় পাঁচ মাস ধরে নতুন ব্যবহারকারীর সংখ্যা না বাড়ায় গত মাস থেকে চ্যাটজিপিটি অ্যাপের প্রবৃদ্ধি প্রায় স্থিতিশীল হয়ে এসেছে। সংস্থাটির তথ্য বলছে, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আগের মাসের তুলনায় অ্যাপটির বৈশ্বিক ডাউনলোড হার ৮ শতাংশের বেশি কমে গেছে। নতুন ইনস্টলের সংখ্যা বিবেচনায় এখনো প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারী চ্যাটজিপিটি অ্যাপ ইনস্টল করছে। ডাউনলোড এখনো হচ্ছে, তবে আগের মতো দ্রুত নয়।

এর কারণ হিসেবে, এআই মডেলের বৈশিষ্ট্যে পরিবর্তন ও বাড়তি প্রতিযোগিতাকে দায়ি করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

এদিকে ওপেনএআই এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেনি। প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারের গতি কমে যাওয়ার পেছনে অন্য কারণও থাকতে পারে। এর মধ্যে শুধু গুগলের জেমিনির মতো প্রতিদ্বন্দ্বী নয়, এআই মডেলের পরিবর্তনও ভূমিকা রেখেছে। গত এপ্রিলে একটি আপডেটের মাধ্যমে চ্যাটবটটির সব কথায় সায় দেয়ার প্রবণতা কমিয়ে ডিজাইন করা হয়েছিল। এছাড়া আগস্টে জিপিটি-৫ সংস্করণ প্রকাশ হয়েছিল, যা কম ‘বন্ধুত্বপূর্ণ’ ছিল বলে অভিযোগ ওঠে।

তবে, প্রতিদ্বন্দ্বিদের কারণে চ্যাটজিপিটির ব্যবহার কমার বিষয়ে একমত হচ্ছে না অ্যাপটোপিয়া। তারা উল্লেখ করেছে, প্রতিদ্বন্দ্বী জেমিনির উত্থানের আগেই চ্যাটজিপিটি অ্যাপে ব্যবহারকারীদের গড় সময় ব্যয় কমতে শুরু করে। গত সেপ্টেম্বরে গুগলের নতুন এআই ইমেজ মডেল ‘ন্যানো ব্যানানা’ প্রকাশের পর, খুবই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে জেমিনি। তাই জেমিনির কারণে চ্যাটজিপিটির ব্যবহার কমেনি বলে জানাচ্ছে অ্যাপটোপিয়া। উল্টো তারা বলছে, ব্যবহারের গড় সময় এবং ব্যবহারকারী বাড়ার গতি একই সময়ে কমেছে, এতে বোঝা যাচ্ছে যে মানুষ চ্যাটজিপিটির প্রতি আগ্রহ কিছুটা হারিয়েছে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন