আরও নির্ভুল উত্তরের জন্য আপডেট
জিমেইল এবং নথির তথ্য গোপন থাকবে না জেমিনাইয়ের কাছে
টেকস্ক্রল
প্রকাশ: ১৬:১২, ৮ নভেম্বর ২০২৫
ইমেইল ও নথি পড়তে পারবে জেমিনাই
ডিপ রিসার্চ এখন আরও শক্তিশালী
এখন থেকে ব্যবহারকারীদের ইমেইল ও বিভিন্ন নথি পড়তে পারবে গুগলের এআই চ্যাটবট জেমিনাই। কোম্পানির দাবি, এভাবে আরও প্রাসঙ্গিক এবং সঠিক উত্তর দিতে পারবে টুলটি। ২০২৪ সালে চালু হওয়া জেমিনাইয়ের ‘ডিপ রিসার্চ’ ফিচার ব্যবহার করে আগে শুধু ওয়েবসাইট থেকে তথ্য খুঁজতে পারতেন ব্যবহারকারীরা।
এযাবৎকালের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে গুগল ক্রোম
হালনাগাদের মাধ্যমে ব্যবহারকারীর ইমেইল, ডকুমেন্টসহ আরও ব্যক্তিগত তথ্য ব্যবহার করবে ফিচারটি। গুগল বলেছে, জেমিনাইকে জিমেইল, ড্রাইভ ও চ্যাটিং থেকে প্রাসঙ্গিক তথ্য নেয়ার সক্ষমতা দেয়া হয়েছে। তাদের দাবি, এই ফিচারটি সবচেয়ে বেশি চেয়েছেন ব্যবহারকারীরা।
এক ব্লগ পোস্টে গুগল বলেছে, এবার জিমেইল, ড্রাইভ বা ডকস, স্লাইডস, শিটস, পিডিএফ এবং গুগল চ্যাট থেকে সরাসরি তথ্য নিয়ে আরও বিস্তৃত রিপোর্ট তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া ইন্টারনেটের বিভিন্ন উৎস থেকেও তথ্য যোগ করা যাবে।
কমে যাচ্ছে চ্যাটজিপিটি অ্যাপের ডাউনলোড ও ব্যবহার
প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে থাকলো
নতুন এ ফিচার ডিফল্টভাবে থাকবে না। ডেস্কটপে ব্যবহৃত জেমিনাইয়ের জন্য পাওয়া যাবে ফিচারটি। কিছুদিনের মধ্যে মোবাইলেও চালু হবে। সর্বশেষ এই আপডেটটি দিয়েও চ্যাটজিপিটি এবং অ্যানথ্রপিকের চেয়ে এগিয়ে থাকার লক্ষ্য গুগলের।
সার্চ, ম্যাপস, ইমেইল, ব্রাউজার এবং অ্যান্ড্রয়েডের মাধ্যমে অনলাইন বাজারের গুরুত্বপূর্ণ অংশ ধরে রেখেছে গুগল। গেল সেপ্টেম্বরে ক্রোমে জেমিনাই একীভূত করে ব্রাউজারটির জন্য সবচেয়ে বড় আপগ্রেড ঘোষণা করে গুগল।
সম্প্রতি ম্যাপসের জন্যও নতুন জেমিনাই টুল উন্মোচন করেছে কোম্পানি। যা কয়েক সপ্তাহের মধ্যে চালুর আশা করা হচ্ছে।
সূত্র: দ্যা ইনডিপেনডেন্ট
