এক দিনে ৫ লাখ ডাউনলোড
অ্যান্ড্রয়েড মাতাচ্ছে ওপেনএআইয়ের ভিডিও অ্যাপ সোরা
টেকস্ক্রল
প্রকাশ: ১৬:৫৬, ৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৪, ৯ নভেম্বর ২০২৫
জনপ্রিয়তা এগিয়ে যাচ্ছে সোরা
জনপ্রিয়তা বেড়ে চলেছে
অ্যান্ড্রয়েড প্লাটফর্মে শক্তিশালী শুরু ওপেনএআইয়ের ভিডিও অ্যাপ সোরার। গুগল প্লে স্টোরে গত সপ্তাহে উন্মোচন হয় সোরা।প্রথম দিনেই ৪ লাখ ৭০ হাজারের বেশিবার ডাউনলোড হয়েছে অ্যাপটি। অথচ মাস খানেক আগে অ্যাপলের আইওএসে উন্মোচনের প্রথম দিনে সোরার ডাউনলোড ছিল ৩ লাখ ৬০ হাজার। অবশ্য প্রথম পাঁচ দিনে এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।
কমে যাচ্ছে চ্যাটজিপিটি অ্যাপের ডাউনলোড ও ব্যবহার
সামাজিক মাধ্যমে নতুন রূপ দিচ্ছে
টিকটকের মতো হোমের পাশাপাশি সোরা অ্যাপে রয়েছে ক্যামিও নামের বিশেষ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের বা বন্ধুদের মুখ ব্যবহার করে এআইভিত্তিক ভিডিও তৈরি করতে পারেন। এমনকি পোষা প্রাণী বা কোনো বস্তুকেও ভিডিওর চরিত্র হিসেবে যুক্ত করা যায়।
ডাউনলোড সংখ্যায় চ্যাটজিপিটিকে হারাল সোরা ভিডিও অ্যাপ
সোরা অ্যাপে দ্রুত ভিডিও সম্পাদনার জন্য স্টিচিংএআই টুল যুক্ত করেছে ওপেনএআই। এর মাধ্যমে একাধিক ক্লিপ একত্র করে নতুন ভিডিও তৈরি করা যাবে।
জনপ্রিয়তার পাশাপাশি অ্যাপটি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ করা হচ্ছে।
সোরার অ্যান্ড্রয়েড সংস্করণটি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনামসহ কিছু দেশে ব্যবহার করা যাচ্ছে।
সূত্র: টেকক্রাঞ্চ
