শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

গ্যালারি থেকে নিজেই ছবি নিয়ে নেবে

ছবি এডিট করবে, কোলাজ বানাবে ফেসবুকের নতুন এআই ফিচার

টেকস্ক্রল

প্রকাশ: ১১:২৩, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৯, ২০ অক্টোবর ২০২৫

ছবি এডিট করবে, কোলাজ বানাবে ফেসবুকের নতুন এআই ফিচার

ছবি এডিট করবে, কোলাজ বানাবে ফেইসবুকের নতুন এআই ফিচার

ফেসবুকের জন্য নতুন ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীর ফোনের ফটো লাইব্রেরি স্ক্যান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা ও কোলাজ তৈরি করবে এই ফিচার। বর্তমানে এটি যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়েছে।

চলতি বছরের শুরুতে মেটা পরীক্ষামূলকভাবে ফিচারটির কার্যকারিতা যাচাই করেছিল।

নতুন এই সেবা একটি অপ্ট-ইন ফিচার, অর্থাৎ ব্যবহারকারী চাইলে সক্রিয় করতে পারবেন, আবার ইচ্ছা করলে বন্ধও রাখতে পারবেন।

তবে ব্যবহারকারী যদি এই এআই টুলের মাধ্যমে ছবি সম্পাদনা বা শেয়ার করেন, তাহলে সংশ্লিষ্ট মিডিয়া মেটার এআই মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতে পারে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

নতুন ফিচারের মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ফটো লাইব্রেরিতে থাকা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে নতুনভাবে উপস্থাপন করা।

ব্যবহারকারীর অনুমতি পাওয়ার পর ফেসবুকের এআই সিস্টেম ফোনের ছবিগুলো স্ক্যান করে সাজেশন দেবে। যেমন ভ্রমণের কোলাজ, বিশেষ দিনের স্মৃতি বা আকর্ষণীয় সম্পাদনার প্রস্তাব।

বিশ্লেষকদের মতে, এই ফিচার মেটার জন্য আরও বেশি এআই ট্রেনিং ডেটা সংগ্রহের একটি নতুন সুযোগ তৈরি করবে।

যদিও প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে যে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো ক্যামেরা রোলের তথ্য ব্যবহার করা হবে না।

মেটা জানিয়েছে, ফিচারটির মাধ্যমে প্রাপ্ত সব সাজেশন ব্যবহারকারীর জন্য পুরোপুরি ব্যক্তিগত থাকবে যতক্ষণ না তিনি নিজে তা প্রকাশ করেন। এসব ছবি বিজ্ঞাপন বা অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যেও ব্যবহার করা হবে না।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় ফিচারটি চালু থাকলেও, মেটা জানিয়েছে শিগগিরই অন্যান্য দেশেও পরীক্ষামূলকভাবে এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

তথ্যসূত্র: মেটা নিউজরুম

সূত্র: এনগ্যাজেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন