গ্রামীণফোন আলো’র স্মার্ট আইওটি সল্যুশন যেমন সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম এবং গ্রামীণফোনের টেলিকম পণ্য যেমন পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা এখন থেকে সারাদেশে অবস্থিত ১৫টি সুমাস টেক স্টোরে পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে গ্রামীণফোনের আধুনিক ডিজিটাল ও কানেক্টিভিটি সল্যুশন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ে গ্রাহকরা সর্বোচ্চ ৫,০০০ টাকা মূল্যের সুমাস টেক ভাউচার পাবেন, যা নির্ধারিত সুমাস টেক আউটলেটে ব্যবহার করা যাবে।