বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

| ১০ অগ্রাহায়ণ ১৪৩২

নকশার দিকে বেশি মনোযোগী স্যামসাং

আরও পাতলা আর কম ওজনের গ্যালাক্সি এস২৬ আসছে বাজারে

টেকস্ক্রল

প্রকাশ: ২২:২৯, ২২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:২৮, ২৩ নভেম্বর ২০২৫

আরও পাতলা আর কম ওজনের গ্যালাক্সি এস২৬ আসছে বাজারে

নকশার দিকে বেশি মনোযোগী স্যামসাং

নকশার দিকে বেশি মনোযোগী স্যামসাং

পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি সিরিজের ফোন এস-২৬ উন্মোচন করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। সাম্প্রতিক তথ্য বলছে, নতুন সিরিজের ফোনগুলো আগের মডেলের তুলনায় হালকা এবং পাতলা হবে। এতে ব্যবহারকারীরা আরো আরামদায়ক এবং নকশার দিক থেকে উন্নত অভিজ্ঞতা পাবেন।

প্রাথমিক তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২৬ বেইজ মডেল ভ্যানিলার পুরুত্ব ৬ দশমিক ৯ মিলিমিটার, যা এস২৫ মডেলের তুলনায় দশমিক ৩ মিলিমিটার কম। গ্যালাক্সি এস২৬ প্লাসের পুরুত্ব ৭ দশমিক ৩ মিলিমিটার এবং ওজন ১৯১ গ্রাম হতে পারে। এটি অনেকটা এস২৫প্লাস মডেলের মতোই। তবে উভয় মডেলই আইফোন ১৭ সিরিজের তুলনায় ১৩ গ্রাম হালকা এবং ১ মিলিমিটারের বেশি পাতলা হবে।

 নেটওয়ার্ক ছাড়াই ম্যাপ ও মেসেজ করা যাবে আইফোনে

ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেল ৭ দশমিক ৯ মিলিমিটার পুরু। এটি হবে ২১৪ গ্রামের। এস২৫ আল্ট্রার চেয়ে এটি দশমিক ৩ মিলিমিটার পাতলা এবং ৪ গ্রাম কম। তবে কোম্পানিটি এখনই নতুন ব্যাটারি প্রযুক্তি সিলিকন কার্বাইড (Si-C) ব্যবহার করবে না বলে জানিয়েেছে। স্মার্টফোনকে আরো হালকা ও ব্যবহারবান্ধব করতে স্যামসাং বেশি মনোযোগ দিচ্ছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন