রিয়েলমি সি ৮৫ প্রো
৭ নভেম্বর পর্যন্ত প্রি-বুক করা যাবে
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:১৭, ৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৩, ৬ নভেম্বর ২০২৫
রিয়েলমি সি ৮৫ প্রো
প্রি-বুক করুন ৭ নভেম্বরের আগে
সি ৮৫ প্রো মডেলের স্মার্টফোন বাংলাদেশের উন্মোচনের ঘোষণা দিয়েছে রিয়েলমি। ‘ক্যাটাগরির প্রথম অফিসিয়াল ওয়াটারপ্রুফ স্মার্টফোন’ রিয়েলমি সি৭৫-এর সাফল্যের ধারাবাহিকতায় এই সেগমেন্টের সবচেয়ে ওয়াটার-রেজিজট্যান্ট ফোন এটি, এমন মন্তব্য কোম্পানির ।
দেশের সব রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অফিসিয়াল রিসেলার আউটলেট থেকে ক্রেতারা ৫-৭ নভেম্বর পর্যন্ত রিয়েলমি সি৮৫ প্রো প্রি-বুক করার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্র্যান্ডের সি-সিরিজ স্মার্টফোনের এক্সক্লুসিভ আগাম অ্যাক্সেস উপভোগ করতে পারবেন। প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতারা রিয়েলমি ব্যাগের সাথে বাংলালিংকের বিশেষ অফারসহ উপহার পাবেন। এই প্রি-অর্ডার উপহারগুলো সীমিত সময় এবং শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে। ফার্স্ট-সেল চলাকালে রিয়েলমি সি৮৫ প্রো সংগ্রহকারী ক্রেতাদের এই উপহার দেয়া হবে।
রিয়েলমি সি৮৫ প্রোর ইন্ডাস্ট্রি-লিডিং আইপি৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিং, যা ফোনটিকে পানির নিচে টানা ৬০ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম । প্রবল বৃষ্টি, দুর্ঘটনাক্রমে কিছু পড়ে যাওয়া বা আউটডোরে অ্যাডভেঞ্চার যাই হোক না কেন, ডিভাইসটি চরম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত জানার পর ব্যবহারকারীরা থাকবেন পুরোপুরি দুশ্চিন্তামুক্ত ।
আরও পড়ুন : এবার ভিভো আনতে যাচ্ছে ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা সারাদিনের প্রোডাক্টিভিটি, গেমিং ও বিনোদনের জন্য অসাধারণ ব্যাকআপ দেবে। পাশাপাশি, এতে ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য অন্য ডিভাইস চার্জ করার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এটিকে একদম যথার্থ সঙ্গী করে তুলতে পারবে।
রিয়েলমি সি৮৫ প্রো ‘প্যারট পার্পল’ ও ‘পিকক গ্রিন’ দুটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৬ জিবি + ১২৮ জিবির দাম ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবি ভার্সনের ২৪,৯৯৯ টাকা।
আরও দেখুন : প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি
