হুয়াওয়ের চমক নিয়ে জল্পনা
আসছে ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরার ফোন
টেকস্ক্রল
প্রকাশ: ১১:০৯, ২ নভেম্বর ২০২৫
হুয়াওয়ের চমক নিয়ে জল্পনা
স্মার্টফোনে রাজত্ব করার পরিকল্পনা হুয়াওয়ের?
স্মার্টফোনে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের জন্য বেশ পরিচিত হুয়াওয়ে। ২০২৪ সালে প্রথম বাণিজ্যিক ট্রাই-ফোল্ড স্মার্টফোন এনেছিলো তারা। এবার চকম আসছে ক্যামেরায়। যা হুয়াওয়েের সঙ্গে আবারও 'বিশ্বে প্রথম' তকমা জুড়ে দিতে যাচ্ছে। তারা এমন একটি ফোন বানাচ্ছে যার মধ্যে দুটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। যদিও ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন এটিই প্রথম নয়। এর আগে ভিভোর এক্স-থ্রি হানড্রেড সিরিজ এবং রিয়েলমি জিটি-এইট সিরিজে এই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে সে দুটি প্রিমিয়াম ফোনে কেবল একটি করে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ছিলো। সে হিসাবে, হুয়াওয়ে পিউরা নাইনটি আলট্রা, বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেলের ডুলায় ব্যাক ক্যামেরার ফোন হতে যাচ্ছে।
প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে
তথ্যটা ফাঁস করেছে টিপস্টার
স্মার্টফোনের গোপন তথ্য ফাঁসে সিদ্ধহস্ত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, এই ফোন উন্মোচনের ইঙ্গিত দিয়েছে। যা এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে। তারা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করলেও, প্রতিবেদনে যে ইমোজি ব্যবহার করা হয়েছে, তা থেকে অনেক প্রযুক্তিপ্রেমী, কোম্পানিটি হুয়াওয়ে বলে ধারণা করে নিচ্ছেন।
অ্যাপলকে চ্যালেঞ্জে ফেলেছে স্যামসাংয়ের এক্সআর হেডসেট
ফোনটিতে মাল্টি ক্যামেরা সেটআপ থাকবে। প্রাইমারি ও টেলিস্কোপ ক্যামেরায় দুটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার হতে পারে। এর বাইরে আর কি বিশেষত্ব থাকতে পারে, তা উল্লেখ করেনি টিপস্টার।
সূত্র: গ্যাজেটস থ্রি-সিক্সটি
