মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

| ৫ কার্তিক ১৪৩২

বিশেষজ্ঞদের পরামর্শ

ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে কি করবেন?

প্রকাশ: ১০:৫৫, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৩, ২১ অক্টোবর ২০২৫

ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে কি করবেন?

ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে কি করবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ

স্মার্টফোন পানিতে পড়ে গেলে অনেকে ভড়কে যান। তাড়াতাড়ি চাল কিংবা ধানের ভেতরে রেখে শুকানোর চেষ্টা করেন। এতে উল্টো ক্ষতি হয়। ফোনের ভেতর ঢুকে যাওয়া পানি শুকাতে যেমন দেরি হয়, তেমনি চালের সাথে থাকা সূক্ষ্ম ধুলোকণা ফোনের চার্জিং পোর্টে ঢুকে জ্যাম তৈরি করে। পানিতে পড়ে যাওয়া ফোন শুকাতে কিছু পরামর্শ দেন বিশেষজ্ঞরা--

. ফোনে পানি ঢুকেছে বুঝতে পারলে সঙ্গে সঙ্গেই সেটি বন্ধ করতে হবে। এতে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি কমে যায়। চার্জার বা ইয়ারফোন লাগানো থাকলে, সেটি তাড়াতাড়ি খুলে ফেলতে হবে। যদি ফোনে ‘ময়েশ্চার ডিটেকশন’ সতর্কবার্তা দেখায়, তাহলে গুরুত্বের সাথে নিতে হবে। এরপর একটি নরম, মাইক্রোফাইবার কাপড় দিয়ে ফোনের বাইরের অংশ মুছতে হবে।

.এরপর ফোনটি হালকা করে ঝাঁকাতে হবে বা নিজের হাতের তালুর ওপর আলতোভাবে টোকা দিতে হবে, যাতে চার্জিং পোর্টের ভেতরে জমে থাকা পানি বের হয়ে আসে। খুব জোরে ঝাঁকালে ভেতরের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে।

. তারপর ফোনটিকে কয়েক ঘণ্টা, বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিতে হবে। চাইলে উল্টো করে দাঁড় করিয়ে রাখা যেতে পারে। এতে চার্জিং পোর্টের পানি দ্রুত বের হয়ে আসে। এছাড়া ছোট টেবিল ফ্যানের সামনে রেখেও শুকানো যেতে পারে।

আরও পড়ুন : ফোল্ডেবল আইফোনের উন্মোচন আরও পিছিয়ে যেতে পারে

. অনেকে মনে করেন চাল পানি শোষণ করে। এটি সম্ভব, তবে এতে অনেক সময় লাগে। এর বদলে সিলিকা জেল ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাজারে জুতা, ইলেকট্রনিক পণ্য বা ওষুধের বোতলের বাক্সে ছোট প্যাকেটে সিলিকা জেল থাকে। ফোনটিকে সিলিকা জেলের কয়েকটি প্যাকেটসহ একটি সিল করা জিপলক ব্যাগে রেখে দিলে তা দ্রুত আর্দ্রতা শুষে নেয়। 

বারবার চেষ্টা করেও যদি চার্জ না নেয়, তাহলে ধরে নিতে হবে সমস্যা হার্ডওয়্যারে। পানির কারণে চার্জিং পোর্টের ভেতরে জং ধরতে পারে বা মাদারবোর্ডের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

আরও দেখুন : এআই নিয়ে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা দিলেন- জেমস ক্যামেরন

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন