শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

গ্যালাক্সি এ০৭ এলো দেশের বাজারে

মাত্র ১৪ হাজারে প্রায় ৭ ইঞ্চি পর্দার স্যামসাং স্মার্টফোন

টেকস্ক্রল

প্রকাশ: ১২:৩৩, ৮ অক্টোবর ২০২৫

মাত্র ১৪ হাজারে প্রায় ৭ ইঞ্চি পর্দার স্যামসাং স্মার্টফোন

বাংলাদেশের বাজারে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে বিশ্বের এক নম্বর মোবাইল ফোন ব্র্যান্ড স্যামসাং। গ্যালাক্সি এ-০৭ মডেলের ফোনটিতে স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এতে বড় পর্দায়ও ভালো রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যাবে। পাশাপাশি স্বাচ্ছন্দ্যে গেমও খেলা যাবে। এ নিয়ে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দেয় স্যামসাং বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসাং নক্স ভল্ট প্রযুক্তিসুবিধার ফোনটি হার্ডওয়্যার ও সফটওয়্যার, দুই দিক থেকেই ব্যবহারকারীকে নিরাপদ রাখে। ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই সুবিধা একটি ভালো মানের ছবি উপহার দিতে পারে ব্যবহারকারীকে।

ফোনটির দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১৩ হাজার ৯৯৯ টাকা।

সবুজ, কালো ও হালকা বেগুনি রঙে পাওয়া যাচ্ছে বাজারে। দুটি ভেরাইটির একটিতে ধারণক্ষমতা ১২৮ এবং অপরটিতে ৬৪ গিগাবাইট। র‍্যাম যথাক্রমে ৬ ও ৪ জিবি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন