আসছে অপো এ৬ প্রো
ডিজাইনে গুরুত্ব পেয়েছে রোজ পেটাল ইন রোজউড রেড শেড
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ছবি: অপো
দেশের বাজারে সহসা আসছে রোজউড রেড ও রোজ পেটাল ডিজাইনে অপো এ৬ প্রো । এর রোজ পেটাল ডিজাইনে ফুটেছে ঐতিহ্য, শিল্পকলা আর আধুনিকতা। ফোনটি কেবল দেখার ক্ষেত্রে নয়, অনুভব করায়ও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে। বুধবার, অপোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ডিজাইনের ফোনটি হাতে ধরার অনুভূতিকে সমৃদ্ধ করার পাশাপাশি, আলো-ছায়ার এক অনন্য অভিজ্ঞতা দেবে। এটি সাধারণ কোনো রঙ থাকছে না, হয়ে উঠবে আবেগ, জীবনাচরণ ও ব্যক্তিগত অনুভূতির এক অব্যক্ত প্রকাশ।
রোজউড রেড ও রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা অপো এ৬ প্রো কেবল কোনো স্মার্টফোন নয়; এটি প্রাকৃতিকভাবে অনুপ্রাণিত শিল্প। অধ্যবসায়, ভালোবাসা ও সফলতার অনুপ্রেরণা তৈরি করতে এটি নির্ভুলভাবে ডিজাইন করা হয়েছে। গোলাপ যেমন বিশ্বের সৌন্দর্য বাড়াতে প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি প্রতিটি মানুষ যেন বাধা পেরিয়ে নিজের মতো করে অনুপ্রাণিত হতে পারে, সেকারণেই এই ডিজাইন নিয়ে আসা হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, প্রযুক্তি ডিভাইসের চেয়েও বেশি কিছু হতে পারে; এটি আবেগ ও সমৃদ্ধির প্রতীক হয়ে উঠতে পারে।