হুয়াওয়ের ফ্রিবাডস সেভেনআই
মাথা নাড়লেই কেটে যায় কল, যুক্ত হয় একাধিক ডিভাইসে
প্রকাশ: ১৩:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

হুয়াওয়ের নতুন ইয়ারবাডসের প্রধান তিনটি সুবিধা হলো--
১. জেসচার কন্ট্রোল অর্থাৎ আঙ্গুলের স্পর্শে গান চালানো যাবে, রিসিভ করা যাবে কল।
২. এআই ভিত্তিক কল ক্ল্যারিটি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কলের শব্দ স্পষ্ট করা যাবে।
৩. এই ইয়ারফোন একই সঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে।
ফ্রান্সের প্যারিসে পণ্য উন্মোচন অনুষ্ঠানে, ফ্রিবাডস সেভেনআই নামের নতুন এই ইয়ারবাডস বাজারে আনে হুয়াওয়ে।
ইয়ারবাডটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্লাটফর্মেই ব্যবহার করা যাবে। শব্দের জন্য এতে থ্রিডি স্প্যাটিয়াল অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর মাথার গতির সঙ্গে শব্দের দিক পরিবর্তন করে ও থ্রি-ডাইমেনশনাল অভিজ্ঞতা দেয়।
হুয়াওয়ে বলছে, নতুন এই ইয়ারবাড আইপি-৫৪ সার্টিফায়েড। ফলে ডিভাইসটি ধুলোবালি ও পানির ছিটা থেকে সুরক্ষা দেয়।
ইয়ারবাডটির সাথে চার ধরনের ইয়ার টিপ দেয়া হয়েছে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য করা হয়েছে আরামদায়ক ডিজাইন। ফোনকলের ক্ষেত্রে, শুধু মাথা নাড়ালেই কল কেটে দেয়া যায়।
ফ্রিবাডস সেভেনআইর দাম নির্ধারণ ধরা হয়েছে প্রায় ১০০ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার টাকার বেশি।