অক্টোবরে আসছে ম্যাজিক ৮ প্রো
বিশ্বে প্রথম এআই বাটনযুক্ত ফোন আনতে যাচ্ছে অনার
টেকস্ক্রল
প্রকাশ: ১০:৪১, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববাজারে উন্মোচন হতে যাচ্ছে অনারের নতুন ফ্ল্যাগশিপ ফোন ম্যাজিক ৮ প্রো। এরইমধ্যে ফোনটি ডিজাইন প্রকাশ করেছে চীনের প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক পোর্টাল দ্যা ভার্জকে ফোনটির ডিজাইনের কিছু ছবি দিয়েছে অনার। এতে দেখা যায়, ফোনটি তিনটি বাটন আছে। অনার নিশ্চিত করেছে যে ম্যাজিক ৮ প্রো ফোনটির একটি বাটন হবে ডেডিকেটেড এআই বোতাম। আগামী মাসে প্রথম চীনে চালু হবে ম্যাজিক ৮ সিরিজ। এসব ফোনে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন-৫ চিপসেট।
ম্যাজিক সিরিজের প্রো মডেলগুলো চীনের পর ইউরোপের বাজারে আসবে। এর দাম হতে পারে বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার বেশি। ম্যাজিক ৮ প্রো দেখতে অনেকটা ম্যাজিক ৭ প্রো মডেলের মতো। তবে নতুন মডেলটির পেছনের অংশ সমতল, আগের মডেলটির ছিলো সূক্ষ্মভাবে বাঁকানো।
সবচেয়ে বড় পার্থক্য হলো ফোনের পাশে, যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম রকারের পাশাপাশি একটি অতিরিক্ত বোতাম দেখা যায়। ডেডিকেটেড এআই বোতামটি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য নয় বলেও জানিয়েছে অনার। তবে ঠিক কি ধরনের এআই সুবিধা থাকবে, তা নিশ্চিত করেনি কোম্পানিটি। এছাড়াও ম্যাজিক কালার নামে একটি নতুন এআই ফিচার ঘোষণা করেছে অনার, যা পছন্দের অন্য একটি ছবির রঙের প্যালেট ব্যবহার কোরে, নতুন একটি ছবি কিংবা ভিডিওর স্টাইল বদলে ফেলতে সাহায্য করবে।
নতুন ফোনটিতে যে ক্যামেরা থাকবে, সেটি ম্যাজিক ৭ প্রো এর ৭২ মিলিমিটার পেরিস্কোপের চেয়ে শক্তিশালী হবে। ধারণা করা হচ্ছে এটি হতে পারে ২০০ মেগাপিক্সেলের। টেলিফটো লেন্সটি হতে পারে ৮৫ মিলিমিটারের।