রোববার, ০৯ নভেম্বর ২০২৫

| ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ হচ্ছে গোপন তথ্য

পরবর্তী আইফোনে থাকতে পারে স্বচ্ছ ব্যাক প্যানেল

টেকস্ক্রল

প্রকাশ: ১৮:০৯, ৮ নভেম্বর ২০২৫

পরবর্তী আইফোনে থাকতে পারে স্বচ্ছ ব্যাক প্যানেল

আসতে পারে স্বচ্ছ ব্যাক প্যানেলের আইফোন

ডিজাইনে বড় পরিবর্তনের আভাস

মাস দেড়েক আগেই উন্মোচন হলো আইফোন-১৭, যার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই পরবর্তী প্রজন্মের মডেলগুলো নিয়ে নানান তথ্য প্রকাশ হতে শুরু করেছে। বিশেষ করে ১৮ প্রো সিরিজ নিয়ে বেশ আলোচনা চলছে। আভাস মিলছে এর ডিজাইনে বড় ধরনের পরিবর্তনের। ১৮ প্রো এবং প্রো ম্যাক্স, দুটোতেই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ব্যাক প্যানেল ব্যবহার হতে পারে। স্বচ্ছ ব্যাক প্যানেলের ধারনাকে জনপ্রিয় করে তুলেছিলো যুক্তরাজ্যের ফোন নির্মাতা কোম্পানি নাথিং। এদিকে ১৮ প্রো সিরিজের নকশায় কিছু পুুরনো এইচটিসি সেটের প্রভাব থাকবে বলেও ধারণা করছেন বিশ্লেষকেরা।

 আসছে ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরার ফোন

ক্যামেরা ও ডিজাইন

টিপস্টার ডিজিটাল চ্যাটের পোস্ট থেকে জানা গেছে, আসন্ন  ১৮ প্রো ম্যাক্স স্টিল দিয়ে আবৃত ব্যাটারির সঙ্গে আসতে পারে। অ্যাপল একটি প্রযুক্তি নিয়ে কাজ করছে যার মাধ্যমে সেলফি ক্যামেরা এবং ফেস ডিটেকশন সেন্সর স্ক্রিনের নিচে বসানো যাবে। বাইরে থেকে কোনও ছিদ্র বোঝা যাবে না। অর্থাৎ, ভবিষ্যতে প্রায় ফুল-স্ক্রিন আইফোন দেখা যেতে পারে।

আইফোন ১৮ প্রো সিরিজে স্ক্রিনের ওপরেই সেলফি ক্যামেরা থাকতে পারে। এটি আগের নচ বা ডাইনামিক আইল্যান্ডের চেয়ে আরও ছোট ও আধুনিক লুক আনবে। ক্যামেরা মডিউলের ডিজাইনে পরিবর্তনের সম্ভাবনা কম। এছাড়া দুই মডেলের ক্ষেত্রেই ভ্যারিয়েবল অ্যাপারচার ব্যবহার হতে পারে। এতে বাইরের আলোর পরিমান অনুযায়ী ক্যামেরার চোখ ছোট কিংবা বড় করে খুলতে পারবে। অনেকটা মানুষের চোখের আইরিশের মতো। আলো যখন কম, তখন আইরিশ খোলে বেশি।

 বাজার কাঁপাতে আসছে ওয়ানপ্লাস ফিফটিন-টি

ডিসপ্লে ও প্রসেসর

প্রো মডেলটি ৬ দশমিক ৬ ইঞ্চি এবং প্রো ম্যাক্স মডেলটিতে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্দা ব্যবহার হতে পারে। দুটোতেই সেকেন্ড জেনারেশনের ২ ন্যানোমিটার প্রসেসর দিয়ে তৈরি অ্যাপল এ-২০ চিপ থাকবে। 

কবে উন্মোচন হতে পারে?

প্রায় এক বছর পর অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বরে উন্মোচন হতে পারে আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স। বারগান্ডি, কফি এবং পার্পল কালারেও আসতে পারে এই দুই মডেল। এছাড়া স্ট্যান্ডার্ড আইফোন ১৮ এবং আইফোন ১৮-ই বাজারে আসতে পারে ২০২৭ সালে।

সূত্র: গ্যাজেটস থ্রি সিক্সটি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন