বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

থাকবে ৭ হাজার এমএএইচ ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে ওয়ানপ্লাস ফিফটিন-টি

টেকস্ক্রল

প্রকাশ: ১২:২৭, ২ নভেম্বর ২০২৫

বাজার কাঁপাতে আসছে ওয়ানপ্লাস ফিফটিন-টি

সম্ভাব্য ওয়ানপ্লাস ফিফটিন-টি

কয়েক সপ্তাহ ধরে ওয়ানপ্লাস ফিফটিন-টি নিয়ে নানা তথ্য সামনে আসছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে, ফোনটির আরও কিছু স্পেসিফিকেশন জানা গেছে৷ এটি স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ প্রসেসরে চলবে, যা আলট্রা প্রিমিয়াম ওয়ানপ্লাস ফিফটিন মডেলেও রয়েছে৷ ডিভাইসটি কম্প্যাক্ট ডিজাইনের হবে। 

আসছে ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরার ফোন

ওয়ানপ্লাস ফিফটিন-টির ডিসপ্লে হবে ৬ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি। এই স্ক্রিন ১৫০০ রেজ্যুলেশন সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য ডিভাইসটিতে থ্রি-ডি ইন-স্ক্রিন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে৷ পানি ও ধুলা থেকে রক্ষায় ফোনটিতে আইপি-সিক্সটি এইট সার্টিফায়েড ফ্রেম থাকবে৷ ব্যাটারি হবে প্রায় ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের।

নতুন সেট কেনার আগে করণীয়, পুরনো সেট নিবন্ধন ও হস্তান্তরের উপায়

চীনের বাজারে আগামী বছরের প্রথম ৬ মাসের মধ্যে ফিফটিন-টি মডেলটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কবে আসবে তা নিয়ে এখনও কোনো ধারণা করা যাচ্ছে না। তবে এদেশের বাজারে স্পেসিফিকেশনে কিছুটা পরিবর্তন আনা হতে পারে।

এদিকে, আরও একটি গেমিং ফোন ভারতের বাজারে ছাড়তে যাচ্ছে ওয়ানপ্লাস। টার্বো নামের ওই মডেলে ৮০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রাখা হয়েছে। এ বছরই সেটি লঞ্চ হতে পারে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

সূত্র: গ্যাজেটস থ্রি-সিক্সটি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন