স্যাটেলাইট ব্যবস্থা চালু করবে অ্যাপল
নেটওয়ার্ক ছাড়াই ম্যাপ ও মেসেজ করা যাবে আইফোনে
টেকস্ক্রল
প্রকাশ: ১২:০৩, ১৫ নভেম্বর ২০২৫
সাধারণের জন্য স্যাটেলাইট ব্যবস্থা চালু করতে যাচ্ছে অ্যাপল
উন্মুক্ত হচ্ছে সব ব্যবহারকারীর জন্য
স্যাটেলাইট সংযোগের ব্যবহারের সুবিধা রেখে অ্যাপল এমন একটি ফিচার তৈরি করছে, যাতে ব্যবহারকারীরা ফোনের সিগন্যাল ছাড়াই ম্যাপ ব্যবহার এবং মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।
২০২২ সালে আইফোন ১৪ সিরিজের সঙ্গে অ্যাপল ‘ইমারজেন্সি এসওএস বাই স্যাটেলাইট’ সুবিধা চালু করেছিল। এতে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করা যেত। এবার সব ব্যবহারকারীর জন্যই অফলাইন ম্যাপস ও বার্তা পাঠানোর সুবিধা আনার পরিকল্পনা প্রতিষ্ঠানটির।
আসছে ২০০ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরার ফোন
পকেটে থাকলেও সংযোগ বিচ্ছিন্ন নয়
অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যান বলেছেন, কোম্পানিটির স্যাটেলাইট কানেক্টিভিটি গ্রুপ এমন এক প্রযুক্তি তৈরি করছে, যা ফোনকে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করবে। এ কাজে তারা মার্কিন স্যাটেলাইট অপারেটর গ্লোবালস্টারের সাথে কাজ করছে। এই গ্লোবালস্টার বর্তমানে অ্যাপলের এসওএস ফিচার পরিচালনা করছে। নতুন ব্যবস্থায় ফোন পকেট বা গাড়ির ভেতর থাকলেও স্যাটেলাইট সংযোগ সচল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া পরবর্তী প্রজন্মের আইফোনে ফাইভজি নন-টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক সুবিধা থাকতে পারে। এতে মোবাইল টাওয়ার ও স্যাটেলাইট মিলিয়ে আরো স্থিতিশীল সংযোগ পাওয়া যাবে।
প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে
অ্যাপলের আগেই এ উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের স্পেসএক্স। তারা টি-মোবাইলের সঙ্গে যুক্ত হয়ে অ্যান্ড্রয়েড ফোনে স্যাটেলাইট মেসেজিং আনতে যাচ্ছে। এছাড়া ভেরাইজন এবং এটিঅ্যান্ডটিও এমন প্রকল্পে কাজ করছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
