বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

| ১০ অগ্রাহায়ণ ১৪৩২

কমেছে অপো এ৫ এর দাম

নতুন দাম ১৭ হাজার ৯৯০ টাকায়

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৪১, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৪২, ২৫ নভেম্বর ২০২৫

নতুন দাম ১৭ হাজার ৯৯০ টাকায়

ছবি, অপো

অপো এ৫ এর ৬ জিবি প্লাস  ১২৮ জিবি ফোনটির নতুন দাম এখন ১৭ হাজার ৯৯০ টাকা, যা আগে ছিল ১৯হাজার ৯৯০ টাকা। অপোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  দুর্দান্ত পারফরম্যান্সের এই ফোন  তাদের সব অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে।

অপো এ৫-এ ইন্ডাস্ট্রির অন্যতম ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে  আইপি৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, ছিটা বা ধুলাবালি থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখতে পারে। ১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিসট্যান্স, হঠাৎ পড়ে গিয়ে নষ্ট হওয়া থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখে। আর এর এসজিএস গোল্ড সার্টিফিকেশন যেকোনো কঠিন পরিস্থিতিতে ফোনটিকে সচল রাখার মতো সুরক্ষা নিশ্চিত করে। কেবল কঠিন পরিস্থিতিতে টিকে থাকাই নয়, বরং যেকোনো আঘাতেও নিখুঁতভাবে কাজ করার জন্য প্রস্তুত এই ডিভাইসটি।

৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা পাওয়ার ডিগ্রেডেশন ছাড়া টানা ৫ বছর পর্যন্ত কার্যক্ষমতা রাখতে সক্ষম। পাশাপাশি, এর ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ব্যবহারকারীরা মাত্র ১৯ মিনিটে ৩০ শতাংশ  ও ৩৬ মিনিটে অর্ধেক চার্জ করা যায়। ফলে, ডাউনটাইম কমে আসে এবং গেমিং, স্ট্রিমিং বা চলার পথে জরুরি কাজের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন থাকার সময় বাড়ে।

৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা নিখুঁত ও ঝকঝকে ছবি নিশ্চিত করা ফোনটি একইসাথে, এর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর পোর্ট্রেইটের ক্ষেত্রে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্লার করতে সক্ষম। ফোনটিতে আছে ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা,ফটো এডিটিংয়ের জন্য এআই ইরেজার ২.০;  আর ফোনটিতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা রয়েছে।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, অপো এ৫-এর এই কৌশলগত মূল্য সমন্বয় করলেও ফোনের পারফরম্যান্স বা গুণগত মানে আপস করা হয়নি। 

সূত্র: টেকস্ক্রল ডেস্ক

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন