রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

অপো এ৬ প্রো

প্রথম ব্যাচের বিক্রি শেষে দ্বিতীয়বার বাজারে

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৫:৫৪, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৫৬, ১৩ নভেম্বর ২০২৫

প্রথম ব্যাচের বিক্রি শেষে দ্বিতীয়বার বাজারে

ছবি: অপো

অল্প সময়ে অপো এ৬ প্রো বিক্রি শেষ হওয়ায় কয়েকদিনের বিরতিতে আবারো বাজারে আনা হয়েছে ফোনটি। এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, এ৬ প্রোর প্রতি সাড়া আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ক্রেতারা অপো এ৬ প্রোর প্রতি যে উৎসাহ ও আস্থা দেখিয়েছেন, তাতে আমরা  অভিভূত। একটি মিড-রেঞ্জ স্মার্টফোনে কী থাকতে পারে, এই ডিভাইসটি তা সত্যিকার অর্থেই নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। 

অপো এ৬ প্রোর আইপি৬৯ রেটিং সহ আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি সক্ষমতা ব্যবহারকারীদেরকে বৃষ্টি, পানি বা আউটডোর অ্যাডভেঞ্চারে নিখুঁত ও প্রাণবন্ত ভিডিও রেকর্ড করার সুযোগ দেয়। এরকম সুরক্ষা এই সেগমেন্টের ফোনে খুব কমই দেখা যায়, যা এ৬ প্রোকে কনটেন্ট ক্রিয়েটর ও এক্সপ্লোরারদের জন্য সত্যিকারের যথার্থ ডিভাইস করে তুলেছে।

ডিভাইসটির৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভরশীল এমন ব্যবহারকারীদের জন্য দারুণ। এর ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে ডিভাইসটি কম সময়ে চার্জ হয়, যা ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে। পাশাপাশি, এর রিভার্স চার্জিং প্রযুক্তি এ৬ প্রোকে একটি পোর্টেবল পাওয়ার সোর্সে পরিণত করে, যা ব্যবহারকারীদের অন্যান্য ডিভাইস চার্জ করতে পারে।

দীর্ঘ ব্যবহারের সময় সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে, অপো এতে এর সুপারকুল ভিসি সিস্টেম ব্যবহার করেছে। এই সর্বাধুনিক ভ্যাপর চেম্বার কুলিং গেমিং, ভিডিও রেকর্ডিং বা মাল্টিটাস্কিং করার সময় দক্ষতার সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি ফোনটিকে ঠাণ্ডা ও রেসপনসিভ রাখে, যা ভারি ব্যবহারের সময়ও ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করে।

আর এতোসব থাকার পরও অপো এ৬ প্রো এর স্লিক ও নান্দনিক লুক বজায় রেখেছে। এর হালকা ওজন, স্টাইলিশ ফিনিশ ও আধুনিক ডিজাইন ডিউরেবিলিটি ও এলিগেন্সের মধ্যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অপোর সুনামকে আরও বাড়িয়ে তোলে। এর ডিভাইসগুলো পারফরম্যান্স ও নান্দনিকতা চান এমন ব্যবহারকারীদের জন্য যথার্থ হয়ে ওঠে।

অপো এ৬ প্রোর বিপুল চাহিদা ও আবারো বাজারে সহজলভ্যতা উদযাপন করতে বিশেষ অফার নিয়ে আসা হয়েছে। ক্রেতারা এখন তাদের প্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ চরিত্রের নাম কমেন্ট করে একটি বিশেষ ব্যাকপ্যাক জেতার সুযোগ পাচ্ছেন।

সীমিত সময়ের জন্য অপো এ৬ প্রো’র (৮ জিবি + ২৫৬ জিবি) মূল্য এখন মাত্র ৩৪,৯৯০ টাকা। অপো ব্র্যান্ড শপ, পার্টনার রিটেইল আউটলেট থেকে ক্রেতারা ডিভাইসটি কিনতে পারবেন।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন