সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

এআই নিয়ে মাইক্রোসফটের এগিয়ে চলা

নিজেই অফিস ফাইল খুলবে কোপাইলট, জিমেইলে যোগাযোগও করবে

টেকস্ক্রল

প্রকাশ: ১১:৩০, ১৪ অক্টোবর ২০২৫

নিজেই অফিস ফাইল খুলবে কোপাইলট, জিমেইলে যোগাযোগও করবে

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এআই চ্যাটবট কোপাইলটকে হালনাগাদ করছে মাইক্রোসফট। এতে করে চ্যাট সেশন থেকে অফিস ডকুমেন্ট তৈরি করতে এবং জিমেইল ও আউটলুক অ্যাকাউন্টের সাথে সংযোগ স্থাপন করতে পারবে এই এআই অ্যাপ্লিকেশন। আপডেট করা কোপাইলট অ্যাপটি, সব উইন্ডোজ ১১ ব্যবহারকারীর জন্য সাধারণভাবে প্রকাশের আগে, উইন্ডোজ ইনসাইডারে চালু করা হচ্ছে।
উইন্ডোজের কোপাইলট এখন চ্যাট ইন্টারফেস থেকে ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল স্প্রেডশিট, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এবং পিডিএফ তৈরি করতে পারে। শুধুমাত্র একটি প্রম্পটের মাধ্যমে, ব্যবহারকারী কোনো অতিরিক্ত পদক্ষেপ বা সরঞ্জাম ছাড়াই তাৎক্ষণিকভাবে ধারণা, নোট এবং ডেটা ভাগ করে নেয়ার এবং সম্পাদনাযোগ্য নথিতে রূপান্তর করতে পারবেন। কোপাইলটে একটি ডিফল্ট এক্সপোর্ট বাটনও আছে যা সরাসরি ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল বা পিডিএফ পাঠাতে দেয়।
কোপাইলটকে আউটলুক বা জিমেইল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা যাবে। এতে এআই সহকারী ব্যবহারকারীর অনলাইন অ্যাকাউন্ট থেকে বিষয়বস্তু প্রকাশ করতে পারে। এমনকি ইনবক্সে কোনো নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট বিষয়ের সব ইমেইল অথবা কোনো কোম্পানির সব ইনভয়েস খুঁজে বের করতেও সাহায্য করতে পারে।
এসব বৈশিষ্ট্য অপ্ট-ইন। চলতি বছরের শুরুতে চ্যাটজিপিটি থেকে গুগল ড্রাইভ এবং ড্রপবক্স ইন্টিগ্রেশনের এমন সুবিধা চালু করেছিলো ওপেনএআই।

সূত্র: দ্যা ভার্জ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন