সঙ্গী হিসেবে ব্যবহার করছে চ্যাটবট
এআই ব্যবহার: ঝুঁকিতে ২৮ শতাংশ মার্কিন কিশোর-কিশোরী
টেকস্ক্রল
প্রকাশ: ১৪:৫০, ১২ ডিসেম্বর ২০২৫
ঝুঁকিতে ২৮ শতাংশ মার্কিন কিশোর-কিশোরী
ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ব্যবহার
খুব দ্রুত তথ্যের নিশ্চয়তা আর দৈনন্দিন কাজে সহায়তা পাওয়ায় তরুণদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে এআই নির্ভর চ্যাটবট। এর অন্যতম প্রমাণ মিললো পিউ রিসার্চ সেন্টারের গবেষণায়। যেখানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ২৮ ভাগ কিশোর-কিশোরী দিনে কমপক্ষে একবার চ্যাটবট ব্যবহার করে।
শিশুদের ক্ষেত্রে মূলত পড়াশোনায় সাহায্যের জন্য এআই চ্যাটবট তৈরি করা হয়। তবে গবেষণার তথ্য বলছে, অনেক কিশোর-কিশোরী চ্যাটবটকে ঘনিষ্ঠ বন্ধু কিংবা সঙ্গী হিসেবে ব্যবহার করছে। অবশ্য শিক্ষার জন্য ব্যবহারের ক্ষেত্রেও এআই শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা অনেক গবেষকের।
দেশে প্রতিদিনই এআই ব্যবহার করেন প্রতি ১০ জনের ৬ জন
চ্যাটজিপিটির ব্যবহার বেশি
পিউ রিসার্চের গবেষণাটি প্রায় দেড় হাজার কিশোর-কিশোরীর ওপর পরিচালিত হয়েছে যাদের বয়স ১৩ থেকে ১৭ বছর। সংস্থাটি জানিয়েছে, শিশুদের কাছে সবচেয়ে জনপ্রিয় চ্যাটজিপিটি। এদের প্রায় অর্ধেকই এটি ব্যবহার করছে। পরের অবস্থানে আছে জেমিনাই, মেটা এআই, কোপাইলট আর ক্লড।
দেখা গেছে, ১৫-১৭ বছর বয়সী শিশুদের মধ্যে চ্যাটবট ব্যবহারের প্রবণতা ১৩-১৪ বছর বয়সীদের চেয়ে বেশি।
এই ফলাফল এমন সময়ে এলো যখন নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা নিয়ে সমালোচনার মুখে রয়েছে ওপেনএআই। কোম্পানিটির আত্মহত্যায় সহায়তার মামলাও হয়েছে।
মেটার এআই চ্যাটবটও কিশোরদের নিরাপত্তা নিয়ে সমালোচিত হয়েছে। অভিযোগ আছে, চ্যাটবটটি শিশুদের সঙ্গে এমনভাবে যোগাযোগ করছে যা উপযুক্ত নয়।
সূত্র: সিএনএন, সিএনবিসি
