৬ জি পরীক্ষায় রেকর্ড গতি
সংযুক্ত আরব আমিরাতে ১৪৫ গিগাবিট পার সেকেন্ড ইন্টারনেট স্পিড
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:১৫, ১৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:০৩, ১৭ অক্টোবর ২০২৫

যৌথভাবে মধ্যপ্রাচ্যের প্রথম ৬জি টেরাহার্টজ পরীক্ষায় ১৪৫ গিগাবিট পার সেকেন্ড ইন্টারনেট গতি অর্জন করেছে। ছবি: ফ্যাক্ট সায়েন্স
সংযুক্ত আরব আমিরাতের গবেষকরা প্রথমবারের মতো ৬জি পরীক্ষায় ১৪৫ গিগাবিট পার সেকেন্ড (জিবিপিএস) গতির ইন্টারনেট সংযোগ সফলভাবে প্রদর্শন করেছেন।
এটি মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত প্রথম ৬জি পরীক্ষা, যা দেশটির প্রযুক্তিগত উদ্ভাবনের এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এই পরীক্ষা পরিচালনা করেছে টেলিকম প্রতিষ্ঠান ই অ্যান্ড (ইতিসালাত) এবং সহযোগী হিসেবে অংশ নিয়েছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় আবুধাবি (এনওয়াইইউ আবুধাবি)।
তারা উন্নত টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এই গতি অর্জন করেছে, যা বর্তমান ৫জি নেটওয়ার্কের তুলনায় প্রায় ৫০ গুণ দ্রুত।
গবেষকদের মতে, ৬জি প্রযুক্তি চালু হলে তা রিয়েল-টাইম হোলোগ্রাফিক যোগাযোগ, অতি দ্রুত তথ্য স্থানান্তর এবং স্মার্ট সিটি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।
আরও পড়ুন
প্রাপ্তবয়স্ক প্রেমিকা-প্রেমিকের মতো আচরণ করবে চ্যাটজিপিটি
এই সাফল্য প্রমাণ করে যে সংযুক্ত আরব আমিরাত ভবিষ্যতের ইন্টারনেট অবকাঠামো ও প্রযুক্তিগত গবেষণায় দ্রুত অগ্রসর হচ্ছে।
সূত্র: এনওয়াইইউ আবুধাবি নিউজ
আরও দেখুন
ব্রেনে নিউরালিংকের চিপ বসাতে আগ্রহী ১০ হাজার পক্ষাঘাতগ্রস্ত মানুষ