মোবাইল অপারেটর
শুনানি শুরু গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগের
প্রকাশ: ১৬:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে রবি ও বাংলালিংকের অভিযোগের প্রেক্ষিতের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর ইস্কাটনে প্রতিযোগিতা কমিশনের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে ব্যারিস্টার শরীফ আহমেদ গ্রামীণফোনের পক্ষে আপত্তি উপস্থাপন করে অভিযোগটি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এর অধীনে নেয়ার যুক্তি দেন । একই সাথে অভিযোগটি প্রতিযোগিতা কমিশনের এখতিয়ারভুক্ত নয় বলেও জানান। এদিকে আরেক অপারেটর রবি এর পক্ষে আইনজীবি ব্যারিস্টার সামির সাত্তার যুক্তিতে বলেন, প্রতিযোগিতা কমিশন আইনের তিন ধারা অনুযায়ী এদেশের সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠানে যা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তা প্রতিযোগিতা কমিশনের অন্তর্ভুক্ত। একই সাথে অভিযোগটি প্রতিযোগিতা কমিশনের অধীনে রাখার পক্ষে আরো কিছু যুক্তি উপস্থাপন করেন তিনি। এদিকে এই শুনানিতে যুক্তি উপস্থানের ক্ষেত্রে সময় চেয়েছেন বাংলালিংক। তবে শুনানি শেষে এ বিষয়ে রায় দিতে আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন এ এইচ এম আহসান। তার নেতৃত্বে প্রতিযোগিতা কমিশনের আরো তিন সদস্য শুনানিতে অংশ নেন। কিছুদিন আগে গ্রামীণফোনের বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রি করে বাজার দখলের অভিযোগ আনে অপর দুই মোবাইল অপারেটর রবি এবং বাংলালিংক। এরই প্রেক্ষিতে রবি এবং বাংলালিংক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে গ্রামীণফোনের বিরুদ্ধে।
এদিকে, শুনানি শেষে এক বিবৃতিতে রবি এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলটরি অফিসার সাহেদ আলম জানান, সুস্পষ্ট প্রমাণ সাপেক্ষে প্রতিযোগিতা কমিশনে গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বাজার প্রতিযোগিতা ধারাবাহিকভাবে লঙ্ঘনের বিষয়টি কমিশনকে জানানোর পর গ্রামীণফোন এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের পদক্ষেপ গ্রহণের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ করেছে। তবে এ বিষয়ে প্রতিযোগিতা কমিশনের এখতিয়ার আইনে সুস্পষ্ট। প্রতিযোগিতা আইন অনুসারে বাজার প্রতিযোগিতা ভঙ্গের বিষয়ে তদন্তের মাধ্যমে কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশা করেন তিনি।