রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

| ২৮ ভাদ্র ১৪৩২

আইএলডিটিএস পলিসির বিদায়

টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫ অনুমোদন

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ২০:৩৮, ৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৫:০৩, ৭ সেপ্টেম্বর ২০২৫

টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫ অনুমোদন

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫ অনুমোদন। ছবি: প্রেস উইং

২০১০ সালের আইএলডিটিএস পলিসিকে বিদায় জানিয়ে ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করেছে  উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার পরিষদের ৪১তম সভায় অনুমোদন করা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের খসড়া এই নীতিমালায়, প্রযুক্তি–নিরপেক্ষ ও সহজ কাঠামোয় ৫ ধরণের লাইসেন্সের প্রস্তাব করা হয়।

অ্যাক্সেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এএনএসপি),জাতীয় অবকাঠামো এবং সংযোগ পরিষেবা প্রদানকারী ( এনআইসিএসপি), আন্তর্জাতিক সংযোগ পরিষেবা প্রদানকারী ( আইসিএসপি), নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক এবং পরিষেবা প্রদানকারী (এনটিএনএসপি) এবং টেলিকম সক্ষম পরিষেবা প্রদানকারী (টিইএসপি)- নামে লাইসেন্স ইস্যু করা হবে ।

নতুন কাঠামোয় মধ্যস্বত্বভোগী কমবে। আন্তঃসংযোগ সহজ ও মিলবে ব্যয় সাশ্রয়ী সেবা। এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমাদ তাইয়্যেব বলেন, প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণের  সুযোগ তৈরিই এই নীতিমালার লক্ষ্য।

আন্তর্জাতিক সংযোগের দায়িত্ব নেবে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি সার্ভিস প্রোভাইডারস। তারা ভয়েস, ডেটা, ইন্টারনেট, আইপি ট্রানজিট থেকে শুরু করে আন্তর্জাতিক পেয়ারিং সেবার মতো সবকিছু পরিচালনা করবে।  অবৈধ রুট ও রাজস্ব ফাঁকি রোধ সব ধরনের আন্তর্জাতিক সংযোগ দেশের ভেতর দিয়ে পরিচালনার বাধ্যবাধকতা থাকবে।

অ্যাকসেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারসদের স্থানীয় ভয়েস ও ডাটার আন্তঃসংযোগ নিশ্চিত করতে হবে। এজন্য কনসোর্টিয়াম গঠন বা যোগ্য কোনো প্রতিষ্ঠানের সহায়তা নেয়ার সুযোগ থাকবে। এ ছাড়া বিদ্যমান ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ লাইসেন্স ভবিষ্যতে বাতিল হবে।

নীতির মাধ্যমে সরকারি রাজস্ব সুরক্ষা, কর-জিডিপি অনুপাত ধরে রাখা, দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণ ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির কথাও নীতিমালায় বলা হয়েছে।

প্রথমবারের মতো পরিবেশ সহনশীল টেলিকম অবকাঠামো নির্মাণের নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যন্ত, উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে ন্যায্য টেলিকম সেবা পৌঁছে দেওয়ার বাধ্যবাধকতাও আরোপ করেছে সরকার।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন