তথ্যের গোপনীয়তায় বহু নীতিমালা বাস্তবায়ন
গ্রাহকের তথ্য সুরক্ষায় আন্তর্জাতিক সনদ পেল বাংলালিংক
প্রকাশ: ০৩:১৭, ২৬ জুলাই ২০২৫ | আপডেট: ১৫:৪৭, ৩০ জুলাই ২০২৫

তথ্যের সুরক্ষায় বিশ্বজুড়ে স্বীকৃত মানদণ্ড ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস)–এর সফল বাস্তবায়নের জন্য আইএসও সনদ পেয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। মর্যাদাপূর্ণ এ সনদ সাইবার নিরাপত্তায় বাংলালিংকের কার্যক্রম পরিচালনাগত সক্ষমতা নিশ্চিত করলো। এই সনদ, গ্রাহকের তথ্যের সুরক্ষায় বাংলালিংকের প্রতিশ্রুতির প্রতিফলন।
আইএসও সনদ পাওয়ার জন্য বাংলালিংক, তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও ব্যবস্থাপনাবিষয়ক ৬০টির বেশি নীতিমালা বাস্তবায়ন করেছে। পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার মধ্যে রয়েছে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার ও সিকিউরিটি অপারেশনস সেন্টার থেকে রিয়েল টাইম নজরদারি ও তদারকির ব্যবস্থা, যার মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা হয়।