রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

| ২৮ ভাদ্র ১৪৩২

ওয়াইফাই কলিং চালু করেছে বাংলালিংক

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই ফোন কল

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৮:৪৩, ৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২৫

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই ফোন কল

ছবি: বাংলালিংক

প্রথমবারের মত দেশে বাংলালিংক চালু করেছে ওয়াইফাই কলিং সেবা। আজ বৃহস্পতিবার এই সেবা চালুর ঘোষণা দিয়ে টেলিকম অপারেটরটি জানায়, আপাতত ঢাকা ও চট্টগ্রামের সীমিত এলাকায় সেবাটি মিললেও ধাপে ধাপে তা সারা দেশের গ্রাহকরাও পাবেন।

ভয়েস ওভার ওয়াইফাই কল নামের এই সেবা ব্যবহারের জন্য আলাদা করে ফি প্রযোজ্য হবে কিনা, বা এর জন্য বিশেষ কোন বিশেষ কনফিগারেশনের ফোন সেটের দরকার কিনা তাও খোলাসা করেনি অপারেটরটি।

সেবাটি চালু করার ফলে বাসা কিংবা অফিসে মোবাইল কভারেজের সমস্যা থাকলেও শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করেই রেগুলার কল করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। এর মাধ্যমে  গ্রাহকরা তাদের নেটওয়ার্কে সব সময়  কানেক্টেড থাকার সুযোগ পাবেন।  

সেবাটি কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) পার্টনারের সাথে সীমিতভাবে ঢাকা ও চট্টগ্রামে চালু করলেও সারাদেশে খুব শিগগিরই চালুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন