শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

| ১৩ অগ্রাহায়ণ ১৪৩২

ডিজিটাল অভিজ্ঞতার মানোন্নয়ন

একসাথে কাজ করবে বাংলালিংক ও হুয়াওয়ে

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৯:০৪, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩৭, ২৭ নভেম্বর ২০২৫

একসাথে কাজ করবে বাংলালিংক ও হুয়াওয়ে

চুক্তি সই করার পর ছবি তোলেন বাংলালিংক ও হুয়াওয়ের কর্মকর্তারা

ডিজিটাল অভিজ্ঞতার মানোন্নয়ন

গ্রাহকদের প্রতিদিনকার ডিজিটাল সেবার পরিসর বিস্তৃত ও সমৃদ্ধ করতে হুয়াওয়ের সাথে চুক্তিদ করেছেন বাংলালিংক। এর ফলে, দেশজুড়ে গ্রাহকদের জন্য ডিজিটাল সেবার বৈচিত্র্য বৃদ্ধি পাবে, ঘরের ভেতরে নেটওয়ার্ক আরও শক্তিশালী ও স্বাচ্ছন্দ্যদায়ক হবে এবং স্মার্ট ও এআই প্রযুক্তিনির্ভর সেবার ব্যবহার আরও কার্যকরী হবে বলে জানিয়েছে অপারেটরটি।   

বুধবার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানিয়েছে,  এ অংশীদারত্বের অধীনে, উন্নত নেটওয়ার্ক কাভারেজ প্রদানে, সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে এবং ভবিষ্যতে বরাদ্দকৃত তরঙ্গের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে তারা  আধুনিক জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার গুরুত্বপূর্ণ সাইটগুলোর আধুনিকায়ন করবে।

  স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে বলেন, বর্তমানে, একে অন্যের সাথে কানেক্ট হওয়া থেকে শুরু করে শেখা এবং নতুন কিছু তৈরি করাসহ সকল ক্ষেত্রেই মানুষের প্রাত্যহিক জীবনের মূল কেন্দ্রে রয়েছে ডিজিটাল সেবা। আমাদের লক্ষ্যও এক্ষেত্রে স্পষ্ট: মাইবিএল, টফি ও রাইজের মত প্ল্যাটফর্ম এবং আমাদের ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে সব জায়গায়, প্রতি মুহূর্তে গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা সমৃদ্ধ করা। কৌশলগত বিনিয়োগের মাধ্যমে হুয়াওয়ে গ্রাহকদের জন্য সত্যিকার অর্থেই ডিজিটাল অভিজ্ঞতার ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য সম্পূর্ণভাবে একটি ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলা, যারা শুধু দেশকে কানেক্টই করবে না, পাশাপাশি দিনের পুরোটা সময় অর্থবহ ও নির্ভরযোগ্য ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করবে। 

হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী জেসন উ বলেন, নতুন এ চুক্তি নেটওয়ার্কের মানোন্নয়ন, উৎকর্ষ অর্জন ও বাংলালিংকের গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদে অর্থবহ প্রভাব রাখার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। 

  ব‍্যক্তিগত তথ‍্য কতটা নিরাপদ? ৯ অক্টোবর যা জানিয়েছেন

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন