এসএমই উদ্যোক্তাদের জন্য সুবিধা
আগুন ও বজ্র দুর্ঘটনা সুরক্ষা বীমা আনলো বাংলালিংক ও গ্রীন ডেল্টা
প্রকাশ: ১০:০০, ২৭ আগস্ট ২০২৫

টেলিকম খাতে প্রথমবার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আগুন ও বজ্রপাতজনিত দুর্ঘটনায় সুরক্ষা বীমা আনলো বাংলালিংক ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
এই বান্ডেলে একসাথে রয়েছে বাংলালিংকের ভয়েস ও ডেটা সুবিধা এবং আগুন ও বজ্রপাতজনিত ক্ষতির জন্য বীমা সুরক্ষা। ফলে, উদ্যোক্তারা একইসঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও আর্থিক সুরক্ষা উপভোগ করবেন সহজ ও সাশ্রয়ী উপায়ে। সম্প্রতি, রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বাংলালিংকের বিটুবি মার্কেটিং ও নিউ বিজনেস ডিরেক্টর মুহাম্মদ আবদুল হাই বলেন, বর্তমানে ব্যবসার জন্য যোগাযোগ যেমন জরুরি, তেমনি জানমালের সুরক্ষাও সমান প্রয়োজনীয়। গ্রীন ডেল্টার সঙ্গে এই অংশীদারত্ব উদ্যোক্তাদের অগ্নিকাণ্ড বা বজ্রপাতের মতো দুর্ঘটনার ঝুঁকি থেকে সুরক্ষা দেবে, পাশাপাশি তাদের গ্রাহক ও ব্যবসায়ীদের কমিউনিটির সঙ্গে যোগাযোগও নিশ্চিত করবে। বাংলালিংকের লক্ষ্য--তরুণ প্রজন্মসহ সব শ্রেণির গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রতিদিনের প্রতি মুহুর্তে নতুন নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখা। এজন্য একটি প্রকল্পও নেয়া হয়েছে। একইসাথে গ্রাহকদের সুরক্ষাও নিশ্চিতও তাদের অন্যতম অগ্রাধিকার।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, টেলিযোগাযোগ খাতে প্রথমবারের মতো এমন উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় সুবিধা দেবে। এই অংশীদারত্ব টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।
বাংলালিংকের এসএমই গ্রাহকেরা *১২১*৬৭৫১# ডায়াল করে অথবা মাইবিএল সুপার অ্যাপ ব্যবহার করে কিংবা রিচার্জের মাধ্যমে এই বান্ডেল চালু করতে পারবেনা।
অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী ইওহান বুসে, ডেপুটি সিইও জহরত আদিব চৌধুরী, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, ডেপুটি ডিরেক্টর ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রাশেদা সুলতানা, হেড অব বিটুবি প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং রাফি ই মাহবুব, সিনিয়র ম্যানেজার (এসএমই) মুহাম্মদ মুইদ হাসনাত এবং ম্যানেজার (বি-টু-বি অ্যানালিটিক্স অ্যান্ড সিভিএম) শেখ ইশতিয়াক শহিদ।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এমডি ফারজানা চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল বিজনেস) ফয়সাল আবদুল্লাহ আল কামাল, ডেপুটি ম্যানেজার (ডিজিটাল প্রোডাক্ট) মো. মোমিনূল ইসলাম এবং ডেপুটি ম্যানেজার (ক্যাম্পেইন অ্যান্ড পার্টনারশিপ) ফাবিহা পারভীন।