ব্যান্ডউইথ সরবরাহ
সেকেন্ডে ৪ টেরাবাইটের মাইলফলক ছুঁয়েছে বিএসসিপিএলসি
প্রকাশ: ২৩:০৭, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ১২:৪৭, ১০ আগস্ট ২০২৫

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বৈশ্বিক ব্যান্ডউইথ সরবরাহ সেকেন্ডে ৪ টেরাবাইটে পৌঁছেছে। চলতি আগস্টেই এ মাইলফলক ছুঁয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।
২ আগস্ট শনিবার, এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
এতে বলা হয়েছে, জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া স্টারলিংকের ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যান্ডউইথ সরবরাহের পর, ১ আগস্ট ৪ টেরাবাইট হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিলে তা ৩ টেরাবাইট ছিল। তিন মাসে বিএসসিপিএলসি ১ টেরাবাইট সরবরাহ বাড়িয়েছে।
এপ্রিলের আগের ৮ মাসে ১ দশমিক ১০ টেরাবাইট ব্যবহার বেড়েছিল। আওয়ামী লীগ আমলে এ প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি সক্ষমতা অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এক বছরে সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যান্ডউইথ প্রবৃদ্ধি ১২০ শতাংশের বেশি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর, ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল ও সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যান্ডউইথ সরবরাহ ৫০ শতাংশ করে বেঁধে দেয়। এর প্রভাবের পাশাপাশি স্টারলিংকের ব্যান্ডউইথও যুক্ত হয়েছে। স্টারলিংক সাবমেরিন কোম্পানির কাছে চাহিদা দিয়ে রেখেছিল, যা ১ আগস্ট কার্যকর হয়। এর ফলে কোম্পানির সরবরাহও বেড়েছে।