শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

বিটিসিএলের বড় উদ্যোগ

আনলিমিটেড ভয়েস, ডেটা আর কিস্তিতে স্মাার্টফোন কেনার সুযোগ আসছে

প্রকাশ: ২১:১২, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আনলিমিটেড ভয়েস, ডেটা আর কিস্তিতে স্মাার্টফোন কেনার সুযোগ আসছে

দেশের প্রায় সব মানুষই এখন মোবাইল ফোন ব্যবহার করেন। কথা বলার পাশাপাশি, একটি বড় অংশ আবার ইন্টারনেটে ব্যবহারেও নিয়মিত। তবে এই দুই ক্ষেত্রেই, অনিয়িমিত ব্যবহারকারী রয়েছেন বহু। এর প্রধান কারণ ধরা হয়---ডাটা প্যাক আর ভয়েস প্যাক কেনার ক্ষেত্রে অর্থনৈতিক সীমাবদ্ধতা। শুধু এটিই নয়, অনেকে রয়েছেন যারা আর্থিক অসংগতির কারণে স্মার্টফোন কেনা থেকেও বিরত থাকেন।

এসব সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে সরকার। ঘোষণা করা হয়েছে বিটিসিএল প্যাকেজ। এর আওতায় আনলিমিটেড ভয়েস, লিমিটলেস ইন্টারনেট, আনলিমিটেড ওটিটি এবং কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ দেয়া হয়েছে।

এই ঘোষণার আওতায় থাকছে পাঁচ ধরনের প্যাকেজ।

১. বিটিসিএল এম..ভি.এন.ও মোবাইল সিম। 

২. বিটিসিএল আলাপ আইপি-ফোন অ্যাপ।

এক এবং দুই নম্বর সুবিধার আওতায় থাকবে শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস। 

৩. বিটিসিএল জীপন,  বিটিসিএল আইএসপি সংযোগ। এর মাধ্যমে নিশ্চিত করা হবে আনলিমিটেড ডেটা। 

৪. অপশনাল ওটিটি। এর মাধ্যমে আসবে আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। শুরুতে তিনটি বাংলা প্ল্যাটফরম থাকবে এখানে। পরে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম যুক্ত করা হতে পারে।

৫. শুরুতে কিছু টাকা জমা দিয়ে, কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগও থাকছে। সেক্ষেত্রে কিস্তি হতে পারে ৫০০ টাকার। যা চলছে এক বছর পর্যন্ত।  এর মাধ্যমে সমাধান করা হবে চলমান এক্সেস টু ডিভাইস প্রবলেম।

আগামী মাসে অর্থাৎ অক্টোবরে এ নিয়ে বিস্তারিত তথ্য মিডিয়ায় প্রকাশ করবে বিটিসিএল।

এসব তথ্য নিজের ফেসবুক একাউন্টের পোস্টে দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। পোস্টে তিনি জানান, দেশের বৃহত্তম সরকারি টেলিযোগাযোগ কম্পানি বিটিসিএল মানুষের জীবনকে সহজ করতে ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট এক্সেস নিশ্চিত করে যোগাযোগ ব্যবস্থায় একটা নতুন আলোড়ন আনার চেষ্টা করবে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন