৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে
সময় মাত্র ৪ দিন! নিজের নামে কয়টা সিম জানেন?
টেকস্ক্রল
প্রকাশ: ১৪:০৪, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:২৪, ২৬ অক্টোবর ২০২৫
 
							৩০ অক্টোবর থেকে একজন গ্রাহকের নামে-সর্বোচ্চ ১০টি সিম
সময় হাতে মাত্র ৪ দিন। যদি আপনার নামে ১০টির বেশি সিম নিবন্ধিত থাকে, তাহলে ৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়ে আপনি অনিচ্ছাকৃতভাবে সংযোগ হারাতে পারেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।
এর আগে এক ব্যক্তির নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সুযোগ ছিল।
নতুন নিয়ম নেওয়ার কারণ হলো সাম্প্রতিক সময়ে অতিরিক্ত সিম ব্যবহার করে জাল লেনদেন, চাঁদাবাজি ও সাইবার অপরাধ বাড়ছে। ডিজিটাল নিরাপত্তা ও নাগরিক সুরক্ষার জন্য এটি জরুরি পদক্ষেপ।
বর্তমানে দেশে সক্রিয় মোবাইল সংযোগের সংখ্যা প্রায় ১৮ কোটি ৬৯ লাখ।
অপারেটরভিত্তিক সংযোগের মধ্যেঃ- 
	গ্রামীণফোন: ৮ কোটি ১০ লাখ 
- 
	রবি: ৫ কোটি ৬০ লাখ 
- 
	বাংলালিংক: ৪ কোটি ৭ লাখ 
- 
	টেলিটক: ৯২ লাখ 
বিটিআরসি’র হিসেব অনুযায়ী প্রায় ৭০ লাখ সিম এমন গ্রাহকের নামে রয়েছে, যাদের ১০টির বেশি সিম নিবন্ধিত তারা এখন ঝুঁকিতে রয়েছেন।
আপনি কিভাবে জানবেন, আপনার নামে কয়টি সিম আছে?
আপনার নামে কয়টি সিম আছে তা জানার উপায় কি?
১. যেকোনো মোবাইল নম্বর থেকে ডায়াল করুন *16001#।
২. আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিন ও নির্দেশনা অনুসরণ করুন।
৩. কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন আপনার নামে কোন অপারেটরের কয়টি সিম নিবন্ধিত রয়েছে।
৪. যেগুলো আপনি আর ব্যবহার করছেন না বা রাখতে চান না, সেগুলোর জন্য ধাপটিকেও মনে রাখুন।
আপনি কিভাবে ডিরেজিস্টার করবেন?
১. আপনি প্রথমে নির্ধারণ করুন আপনার নামে কতটি সিম রয়েছে।
২. যদি আপনার নামে ১০টির বেশি সিম থাকে, তাহলে দ্রুত পদক্ষেপ নিন।
৩. যোগাযোগ করুন আপনার মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টার-এ।
৪. আপনার বৈধ জাতীয় পরিচয়পত্র ও সিম নম্বর প্রস্তুত রাখুন।
৫. বলুন: আমি অতিরিক্ত সিম ডিরেজিস্টার করতে চাই।
৬. অপারেটর নির্দেশ অনুযায়ী ফরম বা অনলাইন রিকোয়েস্ট পূরণ করুন।
৭. নিশ্চিত হোন ডিরেজিস্টার হওয়া সিমগুলো আপনার কাছে আর সক্রিয় নয়।
৮. ৩০ অক্টোবরের পর যেসব সিম সক্রিয় থাকবে তার মধ্যে অপ্রয়োজনীয় নয় এমনগুলোই রাখুন।
সময়সীমা ও সতর্কতা
৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত সময় বাকি।
সময়োপযোগী না হলে, আলাদা নির্দেশ ছাড়া বিটিআরসি স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে।
নিজে যাচাই ও ব্যবস্থা নেওয়া হলে আপনি আপনার নাম্বার ও সংযোগ নিয়ন্ত্রণে রাখবেন।
চেক করুন আপনার নামে সিম সংখ্যা https://sims.btrc.gov.bd
নিজের পছন্দের নাম্বার রাখুন, সময়মতো যাচাই করুনক। কারণ নিয়ন্ত্রণ হারালে সমস্যা হতে পারে।

 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
					 
					 
					