ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর উদ্যোগ
অবৈধ হ্যান্ডসেট ১৬ ডিসেম্বর থেকে বন্ধ
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:১০, ৩০ অক্টোবর ২০২৫
 
							সংবাদ সম্মেলনের ছবি বিটিআরসির সৌজন্যে
আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধ করবে সরকার। এ জন্য চালু করা হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি এটি বাস্তবায়ন করবে।
বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এনইআইআরের সেন্ট্রাল সিস্টেমে প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর ফোন ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র ও ব্যবহৃত সিমের সাথে যুক্ত করে নিবন্ধন করা হবে। ফলে, বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।
এ উদ্যোগ বাস্তবায়নে বিটিআরসির পাশাপাশি মোবাইল অপারেটর—গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক নিজস্ব ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (ইআইআর) ব্যবস্থা তৈরিতেও কাজ করছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালু হলে তা কমিয়ে আনা যাবে। অবৈধ হ্যান্ডসেটের কারণে প্রতিবছর সরকারের রাজস্ব ক্ষতি হয় ৫০০ কোটি টাকারও বেশি।
এনইআইআর চালু হলে টেলিকম খাতে নতুন অধ্যায়ের সূচনা হবে জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এমন ব্যবস্থা অবৈধভাবে আমদানি বা নকল ফোনের ব্যবহার বন্ধ করবে। কমবে সরকারের রাজস্ব ক্ষতি। দেশীয় ফোন উৎপাদনশিল্প আরও সুরক্ষিত হবে। চুরি বা অপরাধমূলক কাজে ব্যবহৃত ডিভাইস দ্রুত শনাক্ত ও ব্লক করা যাবে।
সূত্র: বিটিআরসি

 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
					 
					 
					