স্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা
মহাকাশ প্রযুক্তি গবেষণায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
টেকস্ক্রল
প্রকাশ: ২০:১৬, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫৯, ৩০ অক্টোবর ২০২৫
 
							রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শি-স্টেম কনসোর্টিয়ামের আয়োজিত ফায়ারসাইড চ্যাটের প্যানেল আলোচনায় বক্তারা। ছবি: বিএসসিএল
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুপ্রেরণামূলক ফায়ারসাইড চ্যাটে বক্তা হিসেবে অংশ নেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। অনুষ্ঠানটির আয়োজন করে শি-স্টেম কনসোর্টিয়াম।
‘স্যাটেলাইট ও স্পেস ইঞ্জিনিয়ারিংয়ে সম্ভাবনা’ শীর্ষক সেশনে ড. ইমাদুর রহমান তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন ভবিষ্যতের সম্ভাবনা ও চ্যালেঞ্জের চিত্র।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অসীম সুযোগ অপেক্ষা করছে।
আত্মবিশ্বাস ও কৌতূহল নিয়ে এগিয়ে গেলে এই প্রজন্মই দেশের উদ্ভাবনী অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে পারবে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, মেয়েদের শিক্ষা শুধু অধিকার নয়, এটি একটি জাতীয় অগ্রাধিকার। উদ্ভাবনী ও টেকসই বাংলাদেশ গড়তে মেয়েদের অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
ড. রহমান উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “স্বপ্ন দেখতে হবে বড় করে, ভয়ের জায়গা ভেঙে সামনে আসতে হবে।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত এই চারটি ক্ষেত্রেই মেয়েদের নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আয়োজিত এই সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও শি-স্টেম কনসোর্টিয়ামের সদস্যরা উপস্থিত ছিলেন।

 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
					 
					 
					