নির্বাচনের আগে বড় পরিবর্তন!
এক ব্যক্তির নামে মাত্র দুইটি সিম!
টেকস্ক্রল
প্রকাশ: ১৮:২৩, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৩৬, ২৬ অক্টোবর ২০২৫
 
							ফাইল ফটো: সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস
নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিম সংখ্যা নামানোর পরিকল্পনা!
জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার এক ব্যক্তির নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিম কার্ডের সংখ্যা ধাপে ধাপে কমিয়ে দুইটিতে সীমিত করার পরিকল্পনা করছে।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
আরও পড়ুনঃ ৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে
বর্তমানে নাগরিক সর্বাধিক ১০টি সিম রাখতে পারেন। তবে নির্বাচন আসার আগেই এটি ধাপে ধাপে কমিয়ে প্রথমে ৫ থেকে ৭টিতে, পরে সর্বশেষে দুটি সিমে নামানো হবে।
আরও পড়ুনঃ বিটিআরসির জরুরি বার্তা: ১০টির বেশি সিম রাখলে ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্টার বাধ্যতামূলক
এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জাল সিম ব্যবহার, অপব্যবহার ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আনা এবং নির্বাচনী সময়ে নিরাপত্তা জোরদার করা।

 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
															 
					 
					 
					