স্টারলিংকের গ্রাহক বাড়ায় ধীরগতি
৫ মাসে মাত্র ১৮শ গ্রাহক পেলো ইলন মাস্কের কোম্পানি
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৫৩, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫৩, ২ নভেম্বর ২০২৫
ছবি, স্টারলিংকের ওয়েবসাইট
বহুল আলোচিত স্টারলিংকের গ্রাহক বাড়ছে ধীরগতিতে। ৫ মাসের অপারেশনে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট কোম্পানিটি গ্রাহক পেয়েছে ২ হাজারেরও কম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির সব শেষ মাসিক নিয়মিত সভায়, ২৭ অক্টোবর এ তথ্য উপস্থাপন করা হয়।
কমিশন সভায় জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক গ্রাহক পেয়েছে মাত্র ১ হাজার ৮শ ৬২ জন। এর মধ্যে আবাসিক গ্রাহকই বেশি, অর্থাৎ ১ হাজার ২শ ৫১ জন। বাকিরা ব্যবসায়িক কাজে স্টারলিংকের ইন্টারনেট সেবা নিচ্ছেন।
আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে -আইআইজি থেকে এখন ৮০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিচ্ছে স্টারলিংক। এর মাত্র ৩০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে গ্রাহক সেবায়।
চব্বিশের ৫ আগস্ট, গণ–অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এর পর, স্টারলিংক চলতি বছরের ২০ মে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে।
বিশ্বের ১০০টিরও বেশি দেশে স্টারলিংকের কার্যক্রম রয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় স্টারলিংক আনুষ্ঠানিকভাবে প্রথম বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। আফ্রিকার ২০টিরও বেশি তারা অপারেট করছে। ২০২৩ সালের জুলাই মাসে কেনিয়াতে স্টারলিংক চালুর ২০ মাস পর চলতি মার্চ পর্যন্ত তাদের গ্রাহক ১৭ হাজার ৬৬। ২০২৩ সালের জানুয়ারিতে নাইজেরিয়ায় সেবাটি চালুর পর চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের গ্রাহক দাড়ায় ৬০ হাজারে।
স্টারলিংক রাজধানীর ঢাকার পাশের জেলা গাজীপুরের কালিয়াকৈরে ২টি, যশোর ও রাজশাহীতে একটি করে গেটওয়ে স্থাপন করে। এ ছাড়া সৈয়দপুর, কক্সবাজার, সিলেট ও কুমিল্লায় গেটওয়ে স্থাপনের পরিকল্পনা করছে।
সূত্র: বিটিআরসি
