বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

সার্ভিস প্রোভাইডারদের সংবাদ সম্মেলন

ইন্টারনেটের দাম অনেকখানি বেড়ে যাওয়ার আশঙ্কা

টেকস্ক্রল

প্রকাশ: ১১:৫৭, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:২৯, ৪ নভেম্বর ২০২৫

ইন্টারনেটের দাম অনেকখানি বেড়ে যাওয়ার আশঙ্কা

২০ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে পারে

২০ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে পারে

বিটিআরসির প্রস্তাবিত গাইডলাইনে ইন্টারনেট সেবার মূল্য বেশ অনেকটা বাড়তে পারে বলে ধারণা করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন। সোমবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করে, রেভিনিউ শেয়ারিং এবং লাইসেন্স ফি বাড়ানোর যে প্রস্তাবনা, তাতে গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ পর্যন্ত খরচ বাড়তে পারে।

  তথ্যে সরকারি নজরদারির অবাধ ঝুঁকি দেখছে টিআইবি

সংগঠনের হিসাব মতে, নতুন নীতিমালায় ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডারলাইসেন্সের ক্ষেত্রে রেভিনিউ শেয়ারিং ৫ দশমিক ৫ শতাংশ এবং সোশাল অবলিগেশন ফান্ডে ১ শতাংশ দিতে হবে। সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ লাইসেন্স ফি। সব মিলে এফটিএসপি অপারেটরদের ক্রয়মূল্য প্রায় ১৪ শতাংশ বাড়ার আশঙ্কা সংগঠনটির।

 হলান্ডের বুগাতি ট্যুরবিলনের দাম প্রায় ৭১ কোটি টাকা

আইএসপিএবির মতে, এভাবে খরচ বাড়লে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা থেকে শুরু করে ডিজিটাল জীবনের সব ক্ষেত্রে প্রভাব পড়বে। তাই গাইডলাইন সংস্কারের দাবি তাদের। সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন নীতিমালায় মোবাইল অপারেটরদের যেসব সুযোগ দেয়া হচ্ছে তাতে দেশীয় উদ্যোক্তারা অসম প্রতিযোগিতায় পড়বেন।

প্রেজেন্টেশনে সংগঠনটি দেখিয়েছে, নতুন নীতিমালা কার্যকর হলে সরকারি পাওনা পরিশোধের হার ৩২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত পৌঁছাবে। বর্তমানে এটি ২১ দশমিক ৮৫ শতাংশ।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন