অবৈধ কারবারিরা স্টক ফোনের আইএমইআই জমা দেয়নি
১৬ ডিসেম্বর চালু হয়নি এনইআইআর, নতুন তারিখ ১ জানুয়ারি
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:৫৭, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২৪, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবি, সেন্টারপিসের সৌজন্যে
অবৈধ কারবারিরা স্টক ফোনের আইএমইআই জমা দেয়নি
অবৈধভাবে বাজারে আনা ফোনের ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালুর তারিখ পিছিয়েছে সরকার। নতুন তারিখ আগামীবছরের ১জানুয়ারি। ১৬ ডিসেম্বর সেবাটি চালুর কথা জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। স্টক ফোনের কারবারিদের আন্দোলনের মুখে তা আর সম্ভব হয়নি।
সোমবার নিয়ন্ত্রক সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এনইআইআর চালুর আগের দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত স্টক ফোনও নেটওয়ার্কে নেয়া হবে। তার জন্য তথ্য জমা দেওয়ার সময়সীমা ১৫ থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের সব মোবাইলফোন ব্যবসায়ীর আমদানিকরা ফোনগুলোর মধ্যে অবিক্রীত সব ফোনের আইএমইআই ও অন্যান্য তথ্য জমা দেওয়ার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। তবে, অনেক ব্যবসায়ী এখনো তাঁদের কাছে থাকা অবিক্রীত ফোনের তথ্য জমা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার বিবেচনা করে এনইআইআর সিস্টেম চালুর ১৬ ডিসেম্বরের বদলে আগামী বছরের ১ জানুয়ারি নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফোনেই এবার পেশাদার ওয়াইল্ডলাইফ ও লং-ডিস্ট্যান্স ফটোগ্রাফি
বিজ্ঞপ্তিতে, স্টকে থাকা হ্যান্ডসেটসমূহের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্যাদি ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে নির্ধারিত ফরমেটে তথ্যগুলো [email protected] ই-মেইল করতে মোবাইল ফোন ব্যবসায়ীদের আবারও অনুরোধ জানিয়েছে বিটিআরসি।
