রোববার, ০৩ আগস্ট ২০২৫

| ১৭ শ্রাবণ ১৪৩২

বয়স জানতে এআই ব্যবহার করবে গুগল

ইউটিউব যদি প্রাপ্তবয়স্কদের শিশু হিসেবে শনাক্ত করে ফেলে?

প্রকাশ: ১০:০৫, ২ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:৩৭, ২ আগস্ট ২০২৫

ইউটিউব যদি প্রাপ্তবয়স্কদের শিশু হিসেবে শনাক্ত করে ফেলে?

ইউটিউব কনটেন্টে এড আসা স্বাভাবিক। কনটেন্ট সাজেশনেও অনেক সময় অনাকাঙ্ক্ষিত বিষয় চলে আসতে পারে। সেটি যদি শিশুদের ক্ষেত্রে ঘটে, তাহলে বিষয়টি বাবা মায়ের জন্য চিন্তারই বটে। শিশুরা বয়স লুকিয়ে একাউন্ট খুললে, এই চিন্তা আরও বাড়ে। একইভাবে গুগলের অন্যান্য সেবার ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য।

এ নিয়ে গুগল কাজ করছে দীর্ঘদিন ধরে। তবে বয়সের ক্ষেত্রে ব্যবহারকারী ভুল তথ্য দিলে, গুগলের প্রায় কিছুই করার নেই।

সমস্যা সমাধানে এবার এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত গুগলের। নতুন এ ব্যবস্থায় ব্যবহারকারীদের সার্চ ইতিহাস ও ইউটিউবে ভিডিও দেখার ধরন বিশ্লেষণ করে বয়স শনাক্ত করবে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের বয়স শনাক্ত করা হবে বলে জানিয়েছে গুগল।

প্রথম দিকে প্রযুক্তিটি অল্প কিছু ব্যবহারকারীর ওপর প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে পরিসর বাড়ানো হবে। বয়স ১৮ বছরের কম শনাক্ত হলে, ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত নিয়ন্ত্রণব্যবস্থা চালু হয়ে যাবে। ফলে ইউটিউবে ঘুমের সময় মনে করিয়ে দেয়ার সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। এ ছাড়া কনটেন্ট সুপারিশ সীমিত করার পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো হবে না।

এছাড়া এসব ব্যবহারকারী, গুগল প্লে স্টোরে থাকা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কোনো অ্যাপে প্রবেশ করতে পারবে না।

এখানে প্রশ্ন থেকে যায় যে, কেউ যদি ভুলক্রমে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত হয়ে যান তাহলে কি হবে?

কারণ এমন ব্যবহারকারীও থাকতে পারে যে বেশি বয়সে গিয়ে একাউন্ট খুলেছে কিংবা তার সার্চের ধরন শিশুদের সঙ্গে অনেকটাই মিলে যায়। এই বিপত্তি কাটানোর ব্যবস্থাও রাখছে গুগল। এমন ঘটনায়, সরকার অনুমোদিত পরিচয়পত্রের কপি কিংবা সেলফি জমা দিয়ে বয়স পুনরায় যাচাইয়ের আবেদন করতে পারবেন। 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন