সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

দুই প্রযুক্তি জায়ান্টের দ্বন্দ্ব

ওপেনএআই কিনে নিতে জাকারবার্গকে সঙ্গে রাখতে চেয়েছিলেন ইলন মাস্ক

প্রকাশ: ২৩:৫২, ২৩ আগস্ট ২০২৫

ওপেনএআই কিনে নিতে জাকারবার্গকে সঙ্গে রাখতে চেয়েছিলেন ইলন মাস্ক

২০২৫ সালে ওপেনএআই কিনতে ৯,৭৪০ কোটি ডলারের একটি তহবিলের প্রয়োজন পড়ে। এতে অর্থ ঢালতে মেটা প্রধান মার্ক জাকারবার্গকে অনুরোধ করেছিলেন ইলন মাস্ক। আদালতের একটি নথিতে এমন তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। নথিটি ইলন মাস্ক ও ওপেনএআইয়ের মধ্যকার একটি মামলার অংশ।

২০১৫ সালে স্যাম অল্টম্যানসহ কয়েকজনের সঙ্গে মিলে ওপেনএআইকে একটি অলাভজনক কোম্পানি হিসেবে গড়তে চেয়েছিলেন মাস্ক। সিএনবিসি লিখেছে, ফেব্রুয়ারিতে ওপেনএআই কিনে নেয়ার প্রস্তাব দেয়ার সময় ক্ষুব্ধ ছিলেন মাস্ক। কারণ মাস্কের দাবি, ওপেনএআইকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছিলেন চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানিটির প্রধান স্যাম অল্টম্যান।

তবে এক সময় ভালো বন্ধু ছিলেন অল্টম্যান ও মাস্ক। ওপেনএআই যখন থেকে জেনারেটিভ এআইয়ের মাঠে এক নম্বর কোম্পানি হয়ে উঠল ও এতে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট শত শত কোটি ডলার ঢালতে শুরু করল তখন থেকেই দুই বন্ধু একে অপরের তীব্র প্রতিপক্ষ হয়ে উঠলেন। তাদের মধ্যকার বিরোধ এখন চরমে পৌঁছেছে।

২০২৩ সালে ‘এক্সএআই’ নামে নতুন এক কোম্পানি শুরু করেন মাস্ক, যার উদ্দেশ্য ছিল সরাসরি ওপেনএআইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। এরপর ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেন মাস্ক।

মার্কিন এ ধনকুবের অভিযোগ তোলেন, তার সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে ওপেনআই। সেই সঙ্গে ওপেনএআইয়ের অলাভজনক কোম্পানি থেকে লাভজনক কোম্পানিতে রূপান্তর থামিয়ে দেয়ার চেষ্টাও করেছেন তিনি।

পাল্টা অভিযোগে ওপেনএআই বলেছে, প্রায় ১০ হাজার কোটি ডলার দিয়ে কিনে নেয়ার প্রস্তাবনার মাধ্যমে, তাদের ব্যবসার ক্ষতি করেছেন মাস্ক। এ অভিযোগের অংশ হিসেবে ওপেনএআই আদালতে আবেদন করেছে, মাস্ক ও জাকারবার্গের মধ্যে এ বিষয়ে যে আলোচনা হয়েছে, সেগুলোর প্রমাণ হিসেবে ইমেইল ও বার্তাগুলো প্রকাশ করতে যেনো মেটাকে বাধ্য করা হয়।

বৃহস্পতিবার আদালতে দেয়া এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, মাস্ক ও এক্সএআই যখন ওপেনএআইকে কিনে নেয়ার জন্য বিনিয়োগকারীদের একটি দল গঠনের চেষ্টা করছিলেন তখন জাকারবার্গের সঙ্গে যোগাযোগ করেছেন তারা, যেখানে জাকারবার্গকে পাঠানো এক চিঠিতে তারা ‘সম্ভাব্য অর্থায়ন বা বিনিয়োগ করতে’ বলেছে।

নথিতে বলা হয়েছে, সেই চিঠি জাকারবার্গ বা মেটা কেউই স্বাক্ষর করেননি।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন