প্রশ্ন ছিল বাংলাদেশে সরকারপ্রধান কে
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উত্তর দিচ্ছে চ্যাটজিপিটি-৫
প্রকাশ: ০৪:১২, ১২ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:৪৫, ১৭ আগস্ট ২০২৫

চ্যাটজিপিটির জন্য ওপেনএআইয়ের সবশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি-৫। এই সংস্করণ নিয়ে অনেক কথাই বলেছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। কোনো কিছু নিয়ে নিশ্চিত না হলে, চ্যাটজিপিটি ৫ মডেল, ভুল তথ্য দেবে না বলেও দাবি করা হয়েছে। তবে ঘটনা ঘটছে উল্টোটা।
চ্যাটজিপিটিকে ২০২৫ সালের ১২ আগস্ট রাত ৩টার দিকে প্রশ্ন করা হয় যে, বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে?
উত্তরে চ্যাটজিপিটি জানায়, ২০২৫ সালের আগস্ট মাস অনুযায়ী, বাংলাদেশের বর্তমান সরকার প্রধান হচ্ছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন । শেখ হাসিনা ২০০৯ সাল থেকে টানা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন।
এমন উত্তরে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কখন দায়িত্ব নেয়?
এবারে আরও সরেস উত্তর। তার নেতৃত্বে এখনও কোনো সরকার দায়িত্ব নেয়নি। প্রশ্নটা ভুল বোঝাবোঝি তৈরি করবে। কারণ অধ্যাপক ইউনূস একজন নোবেল জয়ী।
এরপরই আসে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ। ওই সময়ে অধ্যাপক ইউনূস নোবেল পান এবং রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেন। সেসময় নাগরিক শক্তি নামে একটি উদ্যোগের কথাও জানান তিনি। তবে শেষ পর্যন্ত রাজনীতিতে আসেননি গ্রামীণ ব্যাংকর প্রতিষ্ঠাতা।