ঝুঁকিতে পড়ছে চাকরি
কর্মীদের এআই ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে অনেক প্রতিষ্ঠানে
প্রকাশ: ১০:৩৬, ২৪ আগস্ট ২০২৫

গুগলে কর্মরতদের কাজের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যারা এআইকে কাজে লাগাতে পারবে না, তারা বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। কর্মীদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে উৎপাদনশীলতা বাড়াতে এআই ব্যবহার এখন আর ঐচ্ছিক নয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানের ভেতর কেউ কেউ এ পরিবর্তনে আগ্রহী হলেও অনেকেই অনিচ্ছা সত্ত্বেও মানতে বাধ্য হচ্ছেন। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির অন্যান্য বড় প্রতিষ্ঠানও একই পথে হাঁটছে।
গুগল সিইও সুন্দর পিচাই সাম্প্রতি বলেছেন, প্রতিদ্বন্দ্বীরা এআই ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তাই গুগলকেও সমানতালে এগোতে হবে। নইলে কোম্পানিটি পিছিয়ে পড়তে পারে।
সুন্দর পিচাই আরও জানান, এআই চালুর পর গুগল প্রকৌশলীদের সাপ্তাহিক কাজের গতি প্রায় ১০ ভাগ বেড়েছে।
অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও একই নির্দেশ দিচ্ছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। মাইক্রোসফট তার কর্মীদের জানিয়েছে, এআই ব্যবহার আর বিকল্প কিছু নয়। অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসিও কর্মীদের সতর্ক করেছেন, এআই এজেন্ট অনেক কাজ সম্পন্ন করায় কর্মী সংখ্যা কমতে পারে।
শপিফাইয়ের প্রধান নির্বাহী টবি লুট বলেছেন, অতিরিক্ত কর্মী চাওয়ার আগে প্রমাণ করতে হবে কাজটি এআই দিয়ে সম্ভব নয়। মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা মনে করেন, যারা এআই টুল দক্ষভাবে ব্যবহার করতে পারবেন, তারা বাড়তি সুবিধা পাবেন। গিটহাবের প্রধান নির্বাহীও ডেভেলপারদের সতর্ক করেছেন, এআই ব্যবহার না করলে কর্মজীবন ঝুঁকিতে পড়বে।