উন্নত সংস্করণের এআই মডেল এ্রনেছে চীনা প্রতিষ্ঠান ডিপসিক
প্রকাশ: ০৯:৩০, ২৪ আগস্ট ২০২৫

উইচ্যাটে প্রকাশিত এক বিবৃতিতে ডিপসিক বলেছে, ভি৩.১ নামের নতুন সংস্করণের এআই মডেলের রয়েছে হাইব্রিড ইনফারেন্স স্ট্রাকচার, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং আরও শক্তিশালী এজেন্ট ফিচার। ফলে আগের সংস্করণের চেয়ে দ্রুত ‘চিন্তা করতে’ ও আরও স্মার্টভাবে কাজ করতে পারে নতুন মডেলটি।
আগামী ৬ সেপ্টেম্বর থেকে এই মডেলের এপিআই ব্যবহারের খরচেও পরিবর্তন আসবে। এপিআই এমন এক প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ডিপসিকের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সাহায্যে নিজেদের পণ্য বা সেবার সঙ্গে যোগ করতে পারবেন অন্যান্য অ্যাপ ও ওয়েবসাইট নির্মাতারা।
গেল মে মাসে অনেকটা গোপনেই নিজেদের এআই মডেলের একটি উন্নত সংস্করণ ছেড়েছিল ডিপসিক। এ নিয়ে অফিসিয়াল কোনো ঘোষণা না দিলেও ডিপসিক নিজেদের ‘আর১’ মডেলের আপগ্রেডেড সংস্করণ এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হাগিং ফেইসে প্রকাশ করেছিল।
২০২৫ সালের শুরুর দিকে কম খরচে এবং দ্রুত এআই মডেল তৈরির কারণে হৈ চৈ ফেলে দিয়েছিল ডিপসিক।