সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

| ১৬ ভাদ্র ১৪৩২

বিদ্যুৎ খরচ নিয়ে গুগলের দাবি

জেমিনিকে একটি প্রশ্ন আর ৯ সেকেন্ড টিভি চালানো সমান

প্রকাশ: ০৯:০৩, ২৪ আগস্ট ২০২৫

জেমিনিকে একটি প্রশ্ন আর ৯ সেকেন্ড টিভি চালানো সমান

গলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্টে প্রতিটি প্রশ্নের জন্য ব্যবহার হয় কেবল পাঁচ ফোঁটা পানি এবং বিদ্যুতের খরচ প্রায় ৯ সেকেন্ড টেলিভিশন চালানোর সমান। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করেছে গুগল। প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, জেমিনি গুগলের প্রত্যাশার চেয়ে অনেক বেশি দক্ষ।

প্রতিটি জেমিনি প্রশ্ন থেকে প্রায় দশমিক শূন্য ৩ গ্রাম কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এর আগে এক গবেষণায় দেখানো হয়েছিল, জেনারেটিভ এআই বড় ডাটা সেন্টারে প্রচুর পানি ও বিদ্যুৎ ব্যবহার করে।

জুলাই  মাসে প্রকাশিত গুগলের পরিবেশবিষয়ক প্রতিবেদনটিতে বলা হয়, চার বছরে কোম্পানিটির সব ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার দ্বিগুণের বেশি বেড়েছে।

তবে গুগলের অতি সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন বলছে, গত এক বছরে জেমিনি এআই অ্যাসিস্ট্যান্টের কাজ করার ধরনকে আরো দক্ষ করে তুলেছে গুগল। প্রতিটি প্রশ্নের জন্য ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ ৩৩ ভাগের এক ভাগে নেমে এসেছে এবং প্রতিটি প্রশ্নের কারণে সৃষ্ট কার্বন ডাই-অক্সাইড, ৪৪ ভাগের এক ভাগে নেমেছে। যদিও কিছু গবেষক গুগলের দাবিকে অনেকটাই অবিশ্বাস করছেন। তাদের দাবি, কোম্পানিটি হয়তো গুরুত্বপূর্ণ তথ্য লুকাচ্ছে এবং বিশ্বকে ভুল বার্তা দিচ্ছে। গুগল কেবল সার্ভার ঠাণ্ডা করার জন্য ব্যবহৃত পানি হিসাব করছে, তবে সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বিশাল পরিমাণ পানি লাগে তা বাদ দেয়া হয়েছে।

এছাড়া গুগলের কার্বন নিঃসরণ সংক্রান্ত তথ্য প্রকাশকেও প্রশ্নের মুখে ফেলা হয়েছে।

গুগলের সার্চ ইঞ্জিন, ইউটিউব, জিমেইল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সেবা পরিচালনার জন্য বিশাল আকারের ডেটা সেন্টারগুলো দিনরাত কাজ করে। এসব সেন্টারে থাকা লাখ লাখ সার্ভার চালু রাখতে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন