শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

| ২০ ভাদ্র ১৪৩২

যুক্তরাজ্যের গবেষকদের সাফল্য

কয়েক সেকেন্ডেই হৃদরোগ শনাক্ত করবে স্টেথোস্কোপ

প্রকাশ: ১৪:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৫

কয়েক সেকেন্ডেই হৃদরোগ শনাক্ত করবে স্টেথোস্কোপ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্টেথোস্কোপ কেবল কয়েক সেকেন্ডেই তিন ধরনের ভিন্ন হৃদরোগ শনাক্ত করতে সাহায্য করতে পারবে বলে দাবি গবেষকদের।

১৮১৬ সালে আবিষ্কৃত প্রথম স্টেথোস্কোপটি রোগীর হার্টের শব্দ শুনে রোগ নির্ণয়ে চিকিৎসকদের সহায়তা করত।

বর্তমানে আধুনিক সংস্করণের স্টেথোস্কোপ ব্যবহার করে একটি গবেষণা চালিয়েছে ব্রিটিশ একদল গবেষক। তারা বলেছে, খুব দ্রুত হার্ট ফেইলিউর, ভাল্বের রোগ ও অস্বাভাবিক হৃদস্পন্দন শনাক্ত করতে পারে তাদের বানানো এ স্টেথোস্কোপটি।

পশ্চিম ও উত্তর-পশ্চিম লন্ডনের ২০৫টি সার্জারিতে করা এক গবেষণার পর, যুক্তরাজ্যজুড়ে এই স্টেথোস্কোপটি চালুর পরিকল্পনা করছেন গবেষকরা।

প্রচলিত স্টেথোস্কোপের বুকের অংশের পরিবর্তে তাসের মতো দেখতে একটি ছোট যন্ত্র ব্যবহার করে নতুন ডিভাইসটি। যন্ত্রটি মাইক্রোফোনের মাধ্যমে হৃদস্পন্দন ও রক্তপ্রবাহের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিশ্লেষণ করতে পারে, যা মানুষের কান দিয়ে শনাক্ত করা সম্ভব নয়।

ডিভাইসটি হার্টের বৈদ্যুতিক সংকেত রেকর্ড করে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম নেয় এবং সেই তথ্য ক্লাউডে পাঠায়। সেখানে এসব তথ্য বিশ্লেষণ করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। গবেষকরা আগে থেকেই হাজার হাজার রোগীর তথ্য দিয়ে প্রশিক্ষিত করেছে এই এআই’কে।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন