শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

| ১০ পৌষ ১৪৩২

এক্সএআইয়ের সঙ্গে চুক্তি

সামরিক জটিল সিদ্ধান্ত নিতে গ্রক ব্যবহার করবে পেন্টাগন

টেক স্ক্রল

প্রকাশ: ১৩:২৮, ২৫ ডিসেম্বর ২০২৫

সামরিক জটিল সিদ্ধান্ত নিতে গ্রক ব্যবহার করবে পেন্টাগন

গ্রক ব্যবহার করবে মার্কিন যুদ্ধ বিভাগ

কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্রাগার গড়ে তুলতে ইলন মাস্কের এক্সএআইয়ের সঙ্গে চুক্তি করেছে মার্কিন যুদ্ধ বিভাগ যা আগে প্রতিরক্ষা বিভাগ নামে পরিচিত ছিল। এ চুক্তির আওতায়, মার্কিন বাহিনীর নানা কর্মকাণ্ডে গ্রক চ্যাটবটকে কাজে লাগানো হবে।

চলতি বছরের শুরুতে এক্সএআই ও পেন্টাগনের মধ্যে ২০ কোটি ডলারের একটি চুক্তি হয়েছিল। সে চুক্তির ধারাবাহিকতায়ই এই পার্টনারশিপ। চুক্তিটির ফলে ওই সময়ে কিছু উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে গ্রক ঘিরে নানা বিতর্ক আর মাস্ক ও তার কোম্পানি সরকারের অত্যন্ত গোপন তথ্যে প্রবেশের সুযোগ কতোটা পাবে তা নিয়েও প্রশ্ন উঠেছিল।

 এআইয়ের কারণে এন্ট্রি লেভেল চাকরিতে অনিশ্চয়তা চরমে পৌঁছাচ্ছে

নতুন চুক্তির ফলে ২০২৬ সালের শুরু থেকে মার্কিন যুদ্ধ বিভাগের সব ধরনের সামরিক ও অন্যান্য কর্মীরা নিয়ন্ত্রিত ও অতিগোপন তথ্য ব্যবস্থাপনায় গ্রক ব্যবহারের সুযোগ পাবেন। এক বিবৃতিতে মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে, এ পদক্ষেপের ফলে প্রায় ৩০ লাখ সেনা সদস্য ও অন্যান্য কর্মীর মধ্যে অত্যাধুনিক এআই দ্রুত ছড়িয়ে পড়বে।

যুদ্ধ বিভাগ বলেছে তারা এমন একটি এআই ইকোসিস্টেম তৈরি করছে যেটি গতি, নিরাপত্তা ও সঠিক সিদ্ধান্ত নেয়া  নিশ্চিত করবে। এভাবে এআইকে প্রতিদিনের কাজে অপরিহার্য হাতিয়ারে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।

 ইউটিউবে টেক স্ক্রল

এ চুক্তির ফলে মাস্কের আরেকটি প্ল্যাটফর্ম এক্স ব্যবহারের সুযোগও পাবেন যুদ্ধ বিভাগের কর্মীরা। যার উদ্দেশ্য, বিশ্বজুড়ে ঘটে যাওয়া ঘটনার রিয়েল-টাইম তথ্য পাওয়া।

যুদ্ধ বিভাগের ঘোষণার পর এক বিবৃতিতে এক্সএআই বলেছে, এ পার্টনারশিপের মাধ্যমে গ্রক-এর সক্ষমতা দেখানোর সুযোগ তৈরি হবে, বিশেষ করে গুরুত্বপূর্ণ ও জটিল সামরিক বিভিন্ন মিশনের ক্ষেত্রে। কোম্পানিটি বলেছে, যুদ্ধ বিভাগ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে এই দীর্ঘমেয়াদী পার্টনারশিপের মাধ্যমে সরকারের ব্যবহারের উপযোগী বিশেষ কিছু এআই মডেল তৈরি করে দেবে এক্সএআই।

 

সূত্র: দ্যা ইন্ডিপেনডেন্ট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন