কাজ শুরু করেছে ওপেনএআই
কয়েক বছরে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হবে চ্যাটজিপিটি
টেক স্ক্রল
প্রকাশ: ১৬:২৫, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩০, ১৮ ডিসেম্বর ২০২৫
অপারেটিং সিস্টেম হিসেবে রূপ দেয়া হবে চ্যাটজিপিটিকে
কাজ শুরু করেছে ওপেনএআই
ক্রোম ব্রাউজারকে টেক্কা দিতে গেল অক্টোবরে চ্যাটজিপিটি অ্যাটলাস নামে ওয়েব ব্রাউজার উন্মোচন করে ওপেনএআই। এছাড়া সার্চের ক্ষেত্রে গুগলকে চ্যালেঞ্জ জানাতে চ্যাটজিপিটির সার্চেও পরিবর্তনও এনেছে কোম্পানিটি। এই দৌড়ে এবার অপারেটিং সিস্টেমও আনতে চায় ওপেনএআই। এজন্য চ্যাটজিপিটিকে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেমে রূপ দেয়ার পরিকল্পনা করছে তারা। এটি বাস্তবায়নে ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পণ্য বিভাগের প্রধান গ্লেন কোয়েটসকে ওপেনএআইয়ের হেড অব অ্যাপ প্ল্যাটফর্ম পদে নিয়োগ দেয়া হয়েছে।
বর্তমানে চ্যাটজিপিটি মূলত অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত। তবে কথোপকথন ব্যবস্থা, এআই এজেন্ট এবং বিভিন্ন অ্যাপ ও সেবার সঙ্গে সংযোগসহ নানা সুবিধার জন্য এটি একটি সর্বজনীন ব্যবস্থায় রূপ নিচ্ছে ধীরে ধীরে। সম্প্রতি চালু হওয়া একটি ফিচারের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপগুলো সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করা যাচ্ছে। ফলে ব্যবহারকারীরা চ্যাটবট থেকে বের না হয়েই বিভিন্ন ধরনের কাজ করতে পারছেন।
সাইবার নিরাপত্তায় মানুষের চেয়ে দক্ষ এআই
অপারেটিং সিস্টেম হলো এমন একটি মূল সফটওয়্যার, যা ডিভাইসের হার্ডওয়্যার, ব্যবহারকারী ও অ্যাপ্লিকেশনের মধ্যে সমন্বয় করে। এই সমন্বয়ের কাজে চ্যাটজিপিটি এরইমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। এখন চ্যালেঞ্জ হলো হার্ডওয়্যারের সঙ্গে সংযোগ স্থাপন। এ বিষয়ে গ্লেন কোয়েটস জানিয়েছেন, চ্যাটজিপিটিকে একটি অ্যাপ বা ব্যবহারকারী ইন্টারফেস হিসেবে সীমাবদ্ধ না রেখে ধাপে ধাপে একটি মূল সফটওয়্যার প্ল্যাটফর্মে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
এক সাক্ষাৎকারে কোয়েটস বলেছেন, আগামী কয়েক বছরে তারা চ্যাটজিপিটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপ দিতে চান, যা অনেকটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। ব্যবহারকারীরা সেখানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে লেখালেখি, প্রোগ্রামিং এবং পণ্য ও সেবার সঙ্গে যোগাযোগের জন্য ভিন্ন ভিন্ন অ্যাপ থাকবে।
সূত্র: গ্যাজেটস থি সিক্সটি
