জেমিনিতে নতুন এআই মডেল
শাহরুখের পোশাক বদলে তার সঙ্গে সেলফির সুযোগ
প্রকাশ: ১১:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৫

শাহরুখ খানের সাথে সেলফি তোলার সুযোগ দিতে জেমিনি অ্যাপে ছবি সম্পাদনার নতুন এআই মডেল ‘ন্যানো বানানা’ যুক্ত করেছে গুগলের গবেষণাপ্রতিষ্ঠান ডিপমাইন্ড। নতুন এআই মডেলটির মাধ্যমে সরাসরি দেখা না করেও শাহরুখ খানের সঙ্গে সেলফি তোলা যাবে তবে সেটা হবে কৃত্রিম।
ডিপমাইন্ডের তথ্যমতে, বিভিন্ন এআই টুলের মাধ্যমে তারকাদের সঙ্গে কৃত্রিম সেলফি তোলা গেলেও, সেগুলোতে বাস্তবতার সঙ্গে অনেক তফাৎ থাকে। সেখানে দুজনের হাসি মিলে না, কখনো চুলের কাট বিকৃত হয়। মুখের গঠনও অনেকসময় বেমানান লাগে। কিন্তু ন্যানো বানানায় ছবির সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলো অবিকৃত থাকে, মনে হয় যেন সত্যিই আসল।
ন্যানো বানানা মডেলের ব্যবহার পদ্ধতিও সহজ। জেমিনি এআই প্রো ব্যবহারকারীরা নিজের ছবি আপলোড করে নির্দেশ দিলেই কোনো অনুষ্ঠানে উপস্থিত শাহরুখ খানের পাশে বসে বা দাঁড়িয়ে সেলফি তৈরি হয়ে যাবে। সেলফিতে চাইলে শাহরুখ খানের পোশাকও বদলে দেয়া যাবে। তবে এতে শাহরুখ খানের মুখের আদল বদলে যাবে না।।
ন্যানো বানানা মডেলে মাল্টি-ফটো ব্লেন্ডিং সুবিধা আছে। এতে নিজের ছবির সঙ্গে পোষা প্রাণীর ছবি মিলিয়ে অভিনব প্রতিকৃতিও বানানো যাবে। এর ফলে সহজেই কুকুরের সঙ্গে খেলা বা ছুটি কাটানোর মতো দৃশ্য বানানো যাবে। নতুন সুবিধায়, ধাপে ধাপে সম্পাদনার সুযোগও আছে। চাইলে খালি ব্যাকগ্রাউন্ডে ধীরে ধীরে ওয়ালপেপার, আসবাব বা অন্যান্য জিনিস যোগ করা যাবে। এমনকি এক জিনিসের রং বা নকশা অন্য জিনিসে বসানো যাবে।