শনিবার, ২২ নভেম্বর ২০২৫

| ৭ অগ্রাহায়ণ ১৪৩২

কেনাকাটায় আসছে ব্যাপক পরিবর্তন

দোকানে ফোন করে নিজেই পণ্য কিনে দেবে গুগলের এআই

টেকস্ক্রল

প্রকাশ: ১২:২৪, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩৩, ২০ নভেম্বর ২০২৫

দোকানে ফোন করে নিজেই পণ্য কিনে দেবে গুগলের এআই

দোকানে ফোন করে নিজেই পণ্য কিনে দেবে গুগলের এআই

দোকানে নিজেই ফোন করবে গুগল এআই 

অনলাইন কেনাকাটায় আরও স্বয়ংক্রিয় পদ্ধতি আনছে গুগল। তাদের কেনাকাটার প্ল্যাটফর্মে নতুন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা যুক্ত করেছে। সার্চ থেকে পণ্য বাছাই ও চেকআউট সব ক্ষেত্রেই নতুন সব ফিচার ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে গুগল।

এই আপডেটে, দোকানে স্বয়ংক্রিয়ভাবে ফোন করার সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীর পক্ষে গুগলের এআই, কাছাকাছি দোকানে ফোন করবে। পণ্যের দাম বা সেবার বিষয়ে সব তথ্য নিয়ে পাঠিয়ে দেবে জিমেইলে। ফোন করতে যারা অস্বস্তিতে থাকেন কিংবা যারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য এটি বেশ ভালো সুবিধা হতে যাচ্ছে। 'নিয়ার মি' সার্চের ক্ষেত্রেই ‘লেট গুগল কল’ অপশন দেখা যাচ্ছে। অবশ্য এখন এই কল সিস্টেম ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট নেয়া, রেস্টুরেন্টে কতোক্ষণ অপেক্ষা করতে হবে তার সময় জেনে নেয়া ও দামের বিষয়ে তথ্য নিশ্চিত করার সুবিধা চালু করা হয়েছে।

 জেমিনাই চ্যাটবট আসছে গুগল টিভিতে

ভার্চ্যুয়াল ট্রায়াল রুম

এখন খেলনা, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সৌন্দর্য বৃদ্ধির পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে এই ফিচার ব্যবহার করা যাচ্ছে।ব্যবহারকারীদের জন্য অনন্য আরেক সুবিধা হলো গুগলের ভার্চ্যুয়াল ফিটিং রুম। কোনো একটি পোশাকে কেমন মানাবে, তা নিজের ছবি আপলোড করেই দেখতে পারবেন ব্যবহারকারী।

 Tech scroll

ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের বিজনেস প্রোফাইলের সেটিংস থেকে স্বয়ংক্রিয় কল গ্রহণ না করার সিদ্ধান্তও নিতে পারবে। এছাড়া এআইভিত্তিক চেকআউট সহকারীও চালু করেছে গুগল। নির্দিষ্ট পণ্যের দাম ও প্রাপ্যতা ট্র্যাক করা যায় এই সুবিধায়। নতুন সুবিধায়, কোনো পণ্যের দাম কমলে তা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেয়া হয় ব্যবহারকারীকে। অনুমতি পেলে এআই নিজেই গুগল পে ব্যবহার করে পণ্য কিনে দিতে পারবে। তবে তার আগে ঠিকানা ও ডেলিভারির তথ্য যাচাই করবে গুগলের এআই।

সূত্র: দ্যা ভার্জ

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন