বদলে যেতে পারে প্রযুক্তি
কৃত্রিম নিউরন তৈরিতে সফল হয়েছে বিজ্ঞানীরা
টেকস্ক্রল
প্রকাশ: ১১:৫৬, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫১, ৩ নভেম্বর ২০২৫
কৃত্রিম নিউরনে তৈরি চিপ
বদলে যেতে পারে প্রযুক্তি
মানব শরীরের কোনো অনুভূতি মস্তিষ্কে পাঠায় নিউরন নামে স্নায়ু কোষ। একটির সঙ্গে অপরটি যুক্ত হয়ে নিউরন একটি লম্বা চেইন তৈরি করে। কোথাও আঘাত পেলে, সেই উদ্দীপনাকে ইলেক্ট্রোকেমিক্যাল সংকেতে পরিণত করে নিউরন। পরে সেই সংকেত, একে অপরকে পাঠায়। শেষ পর্যন্ত তা মস্তিষ্কে পৌঁছায়। এরপর ব্রেন থেকে পাল্টা সিগন্যাল আসে, বলে দেয় কি করতে হবে শরীরকে।
নিউরনের এই ইলেক্ট্রোকেমিক্যাল পদ্ধতিকে নকল করে কৃত্রিম নিউরন তৈরি করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব অ্যাডভান্সড কম্পিউটিংয়ের বিজ্ঞানীদের এই উদ্ধাবনকে বলা হচ্ছে নিউরো-মরফিক কম্পিউটটিং প্রযুক্তির অন্যতম বড় অগ্রগতি। কারণ এর ফলে কম্পিউটার চিপ অতিক্ষুদ্র আকৃতিতে তৈরি করা যাবে, বৈদ্যুৎও খরচ হবে কম।
কৃত্রিম নিউরনের চিপ এখনকার সিলিকনভিত্তিক নিউরোমরফিক চিপের মতো নয়। সিলিকনের প্রযুক্তি বর্তমানে প্রায় সব আধুনিক ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার হয়।
বিজ্ঞানীরা নিউরন তৈরির জন্য একটি ডিফিউসিভ যন্ত্র বানিয়েছেন। এটি কৃত্রিম নিউরন চিপ তৈরি করতে পারে, যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। যন্ত্রটি বৈদ্যুতিক ও রাসায়নিক উভয় সংকেত ব্যবহার করে একক ট্রানজিস্টরের মাধ্যমে বৈদ্যুতিক সংকেত তৈরি করতে সাহায্য করে। মানুষের ব্রেনে এই কাজটি পটাশিয়াম, সোডিয়াম কিংবা ক্যালসিয়ামের মতো মৌলের ওপর নির্ভর করে।
এআইয়ের কারণে যেসব চাকরিক্ষেত্র খুব শিগগির বন্ধ হচ্ছে-স্যাম অল্টম্যান
কৃত্রিম নিউরন তৈরির এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জোশুয়া ইয়াং। তার দল, একটি ট্রানজিস্টরের ওপর ডিফিউজড মেমরিস্টর এবং একটি রেজিস্টার লাগিয়ে, কৃত্রিম নিউরন তৈরিতে সফল হয়।
সূত্র: ইলেক্ট্রনিক্স ফর ইউ
